পরশুরামে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় গ্রামবাসী মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙন অংশে মেরামতের কাজ বন্ধ করে দেওয়ার পর জেলা প্রশাসকের মধ্যস্থতায় আবারও কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার(১৯ জুলাই) উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামের আলতাফ আলী চৌধুরী বাড়ি সংলগ্ন মুহুরী নদীর বেড়িবাঁধের নির্মাণ কাজ বন্ধ করে দেন স্থানীয়রা।

জানা গেছে, টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের পানিতে গত ৮ জুলাই পরশুরাম উপজেলার মুহুরী,কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৬টি অংশে ভেঙে যায়। যদিও পাউবোর দাবি, ২২ টি স্থানে বাঁধ ভেঙেছে। এরমধ্যে চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকায় আলতাফ আলী চৌধুরী বাড়ির পাশে ভাঙনটি সবচেয়ে বড় ভাঙন। পানি কমে যাওয়ার পর জরুরি ভিত্তিতে এসব বাঁধ সংস্কার কাজ শুরু করেন পাউবো।

তবে শনিবার সকালে স্থানীয় গ্রামবাসীদের বাধার মুখে সেখানে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদার। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন মজুমদার পশ্চিম অলকায় বেড়িবাঁধের ভাঙনকবলিত স্থানে উপস্থিত হলে স্থানীয়রা তাকে ঘিরে ধরেন। এসময় উত্তেজিত জনতা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’-এমন নানা স্লোগান দেন। এদিন বিকেলে পশ্চিম অলকায় ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শনে যান জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক জানান, সামনে আরও দুইটি বন্যার সংকেত রয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধগুলো মেরামতের জন্য কাজ করা হচ্ছে। টেকসই বেড়িবাঁধের জন্য সময় ও বাজেটের বিষয় রয়েছে। সামনের বন্যায় মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দ্রুত বাঁধগুলো মেরামত করা হচ্ছে। পরে জেলা প্রশাসক বেড়িবাঁধের কাজ করার জন্য স্থানীয়দের সহযোগিতার অনুরোধ জানান। পরে ঠিকাদারের লোকজন পুনরায় বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করেন।

বাঁধের ভাঙনে ঘর হারানো স্থানীয় বাসিন্দা মাসুম চৌধুরী বলেন, এখানে ঠুনকো বাঁধ দিয়ে কিছুই হবে না। প্রতিবছর এভাবে বাঁধ ভাঙে। আমাদের ঘরসহ সব শেষ হয়ে গেছে। হয়তো আবারও বন্যার পানিতে ভাসব। আমরা টেকসই বাঁধ চাই।

পাউবো সূত্র জানায়, পশ্চিম অলকায় বেড়িবাঁধের ৮০ মিটার ভেঙে গেছে। বাঁধটি মেরামতের জন্য ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদার তাজুল ইসলাম কাজটি করছেন।

পাউবো ফেনীর উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আহম্মেদ জানান, ভাঙন অংশের দুই পাশে বালু দিযে জিও টিউব ব্যবহার করে মেরামত করা হচ্ছে। বাঁধটি উভয়পাশে ২৫ থেকে ৩০ মিটার প্রশস্ত হবে।