ফেনী পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযানের প্রেক্ষিতে প্রতিবেদন দেওয়ার কথা বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গতকাল বুধবার (৬ আগস্ট) সকালে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করছেন।

এতে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা পাউবোর বিভিন্ন প্রকল্প ও লেনদেনসহ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের কাজ করেন। পরে তারা পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতিবছরের ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন ফেনীর জনপদের লাখো মানুষ। গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতে এবারও দুই দফায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। ২৪-এর ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। এছাড়াও বন্যায় সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান, মোটরযান, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় তিন হাজার কোটি টাকা। এবারের বন্যায়ও বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে ২৩৮ কোটি ৪০ লাখ টাকা। বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ এবং অনিয়ম-দুর্নীতির কারণে এমন দুর্ভোগের শিকার হতে হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা। সর্বশেষ গত ২৩ জুলাই বিভিন্ন দাবিতে ফেনী পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা করেন ফেনীর নাগরিক সমাজ।

দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অনুসন্ধান পরিচালনা করা হয়েছে। সকালে পানি উন্নয়ন বোর্ডে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট নথিপত্র দিতে বলা হয়েছে। তারপর আমরা পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন করেছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাই শেষে প্রতিবেদন দেওয়া হবে।


বেড়িবাঁধের কাজে দুর্নীতি পেলে ব্যবস্থা নেবে কমিশন

এমএ হাসান, পরশুরাম
পরশুরামের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের অনিয়ম-দুর্নীতির অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেছেন, বেড়িবাঁধ নির্মাণে কাজে কোন অনিয়ম খুঁজে পেলে দুদক আইনে ব্যবস্থা নেয়া হবে, কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

গতকাল বুধবার (৬ আগস্ট) দুপুরে পরশুরামের বিভিন্ন বেড়িবাঁধের নির্মাণ কাজ পরিদর্শনে যান দুদকের তিন সদস্যের একটি টিম। উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর স্টিল ব্রীজের উত্তরে মনিপুর ও চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনায় ২০২৪ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলোনিয়া নদীর বেড়িবাঁধ নির্মাণ কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেন দুদক টিম। ঠিকমতো মাটি না দেয়া, নির্মাণকৃত বাঁধে গাছ না লাগানোসহ বিভিন্ন বিষয়ে ঠিকাদার ও পাউবো কর্মকর্তাদের প্রতি অভিযোগ তুলেন। ভারত সীমান্তের নিজকালিকাপুরে নির্মাণাধীন বল্লামুখার বাঁধ পরিদর্শনে স্থানীয়রা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন দুদক টিমের কাছে। এ সময় আবদুস সাত্তার নামে এক জমির মালিক ক্ষতিপূরণের টাকা পাননি দাবি করে বলেন, জমির ফসল ও মাটি কেটে নেয়ার সময় জমির মালিককে কানিপ্রতি ২০ হাজার টাকা ও মাটির জন্য আলাদা টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদার, কিন্তু তারা দেয়নি। নিজ কালিকাপুর গ্রামের প্রায় ১৫ জন কৃষক মাটি ও ফসলের ক্ষতিপূরণ পায়নি।

এসময় দুদকের উপসহকারি পরিচালক জাহেদ আলম, ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী শিহাব আহাম্মেদ, উপসহকারি প্রকৌশলী মো ইউসুফ আহম্মেদসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

দুদকের সহকারি পরিচালক বলেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ নির্মাণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে কমিশন নির্দেশ দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় থেকে ২০২৪ ও ২৫ সালের বন্যায় বেড়িবাঁধ নির্মাণে যেসব কাজ হয়েছে, সেগুলোর কাগজপত্র সংগ্রহ করেছি। যেসব স্থানে বেড়িবাঁধ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এসেছে, সেসব স্থানে সরেজমিনে গিয়েছি। এর আলোকে একটি তদন্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে প্রেরণ করব। কমিশন পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে।



ফুলগাজীতে বেড়িবাঁধ পরিদর্শন করলেন দুদক টিম

নিজস্ব প্রতিবেদক, ফুলগাজী
দুর্নীতির অভিযোগ তদন্তে ফুলগাজীতে মুহুরী নদীর বেড়িবাঁধ পরিদর্শন করেছেন তিন সদস্যের দুদক টিম। গতকাল বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর শ্রীচন্দ্রপুর, উত্তর বরইয়া ও উত্তর দৌলতপুর বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন সংস্থার সহকারী পরিচালক (ডিডি) আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বাধীন দুদকের এ টিম। এসময় বিগত বছরগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন বেড়িবাঁধ নির্মাণের অনিয়ম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদার ও কমিশন এজেন্টদের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরেন ভুক্তভোগী বাসিন্দা জহিরুল ইসলাম রাজু ।

পরিদর্শনকালে সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, পানি উন্নয়ন বোর্ড ফেনীর কাছে ২০২৩-২৪ বা তার আগের অর্থবছরে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের নির্মাণ সংশ্লিষ্ট কাগজপত্র চাওয়া হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় সরেজমিনে ফুলগাজী ও পরশুরাম উপজেলার নদীর বেড়িবাঁধ পরিদর্শন করে একটি প্রতিবেদন প্রদান করা হবে। কমিশন প্রতিবেদন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী।

এসময় পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইনসহ ঠিকাদার পারভেজ উপস্থিত ছিলেন।