আন্তর্জাতিক যুব দিবসের সভায় জেলা প্রশাসক

‘দেশের উন্নয়নে ভূমিকা রাখতে দক্ষতা অর্জন করুন’

নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, যতটুকু পর্যন্ত শিক্ষার প্রয়োজন সেটি গ্রহণ করে দক্ষতার দিকে মনোযোগী হতে হবে। ভাগ্য পরিবর্তনে নিজেদের সচেতনার বিকল্প নেই। নিজের ভালো নিজেকে চিন্তা করে এগিয়ে যেতে হবে। পড়ালেখার পাশাপাশি দক্ষতা অর্জন করুন, তবেই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নিজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাইফুল ইসলাম বলেন, কিছু প্রশিক্ষণ আছে যুব উন্নয়ন অধিদপ্তরে, যা কৃষি ও অন্যান্য দপ্তর সম্পর্কিত। সেগুলো তাদের সংশ্লিষ্ট দপ্তরে করানোর ব্যবস্থা করতে হবে। যুব উন্নয়নের প্রশিক্ষণগুলো আরও বিস্তৃত করতে হবে। নতুন পরিকল্পনা করে যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যুবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণগুলো যেন বেশি পরিমাণে দেওয়া যায় সেই বিষয়ে আমরা মন্ত্রণালয়ে জানাব।

জেলা প্রশাসক বলেন, অতীতে সুযোগ-সুবিধা কম ছিল, প্রযুক্তির বেশি ব্যবহার ছিল না। এখন অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যখাতে উন্নয়ন হয়েছে। আগে মানুষ মারা গেলেও জানতেন না কেন মারা গিয়েছে। এখন সব প্রযুক্তি আছে, প্রত্যন্ত অঞ্চলে ফার্মেসি আছে, মানুষের গড় আয়ু বাড়ছে। দক্ষতা ভিত্তিক পড়াশোনা করতে হবে যেন একজন যুবক চাকরি ছাড়াই নিজেকে সফলতার দিকে নিয়ে যেতে পারে।

বিদেশ গমনের বিষয়ে তিনি বলেন, বিদেশ যদি যেতেই হয়, দেরি না করে শুরুর দিকে চলে যাওয়া উচিত। তাহলে তিনি তাড়াতাড়ি সফল হতে পারবে। একজন বিদেশ যাওয়ার আগে নূন্যতম ভাষাগত দক্ষতা অর্জনে জেলা পরিষদ থেকে বিদেশি ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

এসময় সফল আত্মকর্মী, প্রশিক্ষণপ্রাপ্ত যুবাদের পুরস্কার, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) রোমেন শর্মা বলেন, এবারের আন্তর্জাতিক যুব দিবসে রক্তদান কর্মসূচি, মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি জেলাব্যাপী আয়োজন করা হচ্ছে, যা অন্যান্য বছরের তুলনায় বেশি। বাইরে অনেক দেশে বাঙালিরা গেলেও কোনো প্রকার প্রশিক্ষণ বা ভাষা শিক্ষা ছাড়াই যায়, যার ফলে অন্যান্য দেশের তুলনায় তারা পিছিয়ে পড়ে। এসব ক্ষেত্রে কাজ করতে হবে। ভাষা ও দক্ষতা অর্জন করতে পারলে বিদেশের মাটিতে সফল হতে পারে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহার জানতে হবে এবং নতুন নতুন বিষয়ে দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোকে সুদূরপ্রসারী চিন্তাভাবনা করতে হবে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে উন্নত বিশ্বের প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পড়ালেখার পাশাপাশি যেকোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারলে দেশে একটি শক্তিশালী ও দক্ষ যুব সমাজ গড়ে উঠবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সাইফ উদ্দিন আহমেদ জানান, কম্পিউটার বেসিক প্রশিক্ষণের ছয়জনকে সনদপত্র, তিনজন যুব সংগঠক ও আত্মকর্মীকে পুরস্কার প্রদান করা হয়েছে, যারা জাতীয়পর্যায়ে যুব পুরস্কারের মনোনীত হয়েছিল। এছাড়া ৮ জন উদ্যোক্তাকে কাজের সহযোগিতার জন্য ৫ লাখ ৯০ হাজার টাকা যুব ঋণের চেক প্রদান করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক স্বপন চন্দ্র দেবনাথের সঞ্চালনায় এতে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ ইয়াজ উদ্দিন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ওমর ফারুক, সফল উদ্যোক্তা আনোয়ার হোসেন, সফল যুব সংগঠক যুব নারী মেহরাজসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 


পরশুরামে আলোচনা সভা
‘দক্ষ জনশক্তি তৈরি হলে দেশ এগিয়ে যাবে’

পরশুরাম প্রতিনিধি
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেছেন, হস্ত ও কুটির শিল্পে উদ্যোক্তা তৈরি হলে অর্থনীতি সমৃদ্ধ হবে । পণ্য বিক্রির জন্য বিক্রয়কেন্দ্র তৈরি করা হবে। এসব কাজের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হলে দেশ এগিয়ে যাবে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও ইয়ুথ পিস আ্যাম্বাসেডর গ্রুপের যৌথ উদ্যোগে সরকারি কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী, যুব উদ্যোক্তাদের সমন্বয়ে বর্ণাঢ্য যুব র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হরি কমল মজুমদার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

এতে বক্তব্য রাখেন পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. রাকিব চৌধুরী, প্রশিক্ষণার্থী মাওলানা ইউনুছ ও সাংবাদিক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে যুব দিবসের শপথ বাক্য পাঠ, ছয়জনের মাঝে যুব ঋণের চেক হস্তান্তর ও ফলজ গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

 


দাগনভূঞায় ছয় আত্মকর্মী পেল ৭ লাখ টাকার যুব ঋণ

দাগনভূঞা প্রতিনিধি
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যে দাগনভূঞা উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। অনুষ্ঠানে ছয়জন আত্মকর্মীর মাঝে ৭ লাখ টাকা যুব ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষ্যে আলোচনা সভা, শপথ পাঠ, প্রশিক্ষণ সনদ বিতরণ, র‌্যালি, এডিশ মশা নির্মূল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও ইউডিএফ মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, থানার উপপরিদর্শক রোকন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম, আবদুল আউয়াল সজিব, দুধমুখা নব উত্তরন খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মিলন, যুব সংগঠক সাইফ উদ্দিন আহমেদ জুয়েল, আত্মকর্মী আকলিমা আক্তার, মো. হোসেন ও সফল আত্মকর্মী এমদাদ উল্যাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছায় ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

এসময় গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 



ছাগলনাইয়ায় ১১ লাখ টাকার যুব ঋণ পেল দশ জন

নিজস্ব প্রতিবেদক, ছাগলনাইয়া
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ছাগলনাইয়ার দশ জন যুবক-যুবতীর মাঝে ১১ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে এ চেক তুলে দেওয়া হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা।

চেক গ্রহীতারা হলেন-মোহাম্মদ আরমান, তাহসীন ইবনে নুর, মো. মাহবুবুল হাসান, এমদাদুল হক, মো. হারুন, নিলুফা আক্তার, আসমা আক্তার, নাজমুল হাসান ইমন, রুজিনা আক্তার ও মোশারফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশা ফারজানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান মো. ফয়সাল ভূঁইয়া, ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেন, নারী নেত্রী মাজেদা আক্তার নিশি, জোনাকী ইয়ুথ সোসাইটির সভাপতি মাসুদা বেগম। এসময় উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মিরসরাইয়ে যুব দিবসে নানা আয়োজন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠক, শ্রেষ্ঠ উদ্যোক্তা, যুব সংগঠক পুরস্কারসহ সকল সংগঠনে প্রতিনিধির কাছে গাছের চারা রোপণ ও সনদপত্র বিতরণ করা হয়েছে৷
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ বন্ধু ফোরামের সভাপতি দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাবরিনা আক্তার লীনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, একটি বাড়ি একটি খামারের ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন ইমুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। শেষে শ্রেষ্ঠ পাঁচটি সংগঠক, শ্রেষ্ঠ পাঁচজন উদ্যোক্তার মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।



সোনাগাজীতে শ্রেষ্ঠ যুব সংগঠন
জি.ভা. সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক, সোনাগাজী
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে সোনাগাজী উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠন নির্বাচিত হয়েছে জিতপুর-ভাদাদিয়া সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সোনাগাজী উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সভায় শ্রেষ্ঠ সংগঠনের নাম ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা সংগঠনের সভাপতি মীর হোসেন পুলক ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।