মহিপালে হত্যাচেষ্টার অভিযোগ দেখিয়ে সম্প্রতি ফেনীতে ব্যবসায়ী, চাকরিজীবীসহ নিরপরাধ লোকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ফেনী প্রেসক্লাবে দৈনিক আমার ফেনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘মহিপালে হত্যা ও হত্যাচেষ্টা মামলা ইতোপূর্বে দায়ের করা হয়েছে। হঠাৎ ইদানিং নিরপরাধ মানুষকে মামলার জালে পেঁচিয়ে চাঁদাবাজি হচ্ছে’। তিনি জানান, এ বিষয়ে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, কিছু ছেলে মামলা বাণিজ্য করছে। এই ছেলেগুলো মামলা রুজু করার করার আগেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসামিদের নামের তালিকা প্রকাশ করে অথবা কৌশলে এইসব মামলার আসামি ও তাদের পরিবারের কাছ থেকে চাঁদাবাজি করছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি আমাদের দলের পরিচয় দিয়ে ছাগলনাইয়ার এক আইনজীবীর সহযোগিতায় গতবছরের ৪ আগস্ট মহিপালের ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলার আবেদন আদালতে দায়ের করেন। এই মামলায় আমাদের দলের ১৭ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আমি তার পরিবারের সাথেও দেখা করেছি। তার পরিবারের সদস্যরা আমাকে বলেছে, তার সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই। আমরা খুব দ্রুত ছাগলনাইয়ার ঐ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আমি সাংবাদিকদের অনুরোধ করবো, আপনারা কলমের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এইসব মামলা বাণিজ্যের সাথে জড়িতদের শক্ত হাতে প্রতিহত করবেন। কলমের শক্তি কামানের চেয়েও শক্তিশালী।

তিনি আরো বলেন, মহিপালের গণহত্যার সাথে জড়িতদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। মহিপালের গণহত্যা মামলায় কাউকে আসামি করার আগে এই ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা দরকার।