চলতি বছরে ফেনী জেলায় ডেঙ্গু রোগে শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ জনে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি দাগনভূঞা উপজেলায় শনাক্ত হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) পাওয়া তথ্যে দেখা যায়, নতুন শনাক্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৪ জন ও দাগনভূঞায় ৭ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার ৯ জন, দাগনভূঞার ১২ জন ও পরশুরাম একজন। চলতি অক্টোবর মাসের ১৫ তারিখ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ১৪৫ জন। এর আগে, সেপ্টেম্বরে ১২১ জন, আগস্টে ৪৯ জন এবং জুলাইয়ে ২০ জন রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দাগনভূঞা উপজেলায় ১৬২ জন। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফেনী জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ২০১ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, উপজেলা ভিত্তিক ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাগনভূঞা ১৬২ জন, ফেনী সদর ১৩৩ জন, ছাগলনাইয়া ২২ জন, সোনাগাজী ১৬ জন, পরশুরাম ১৩ জন এবং ফুলগাজী একজন।
