ফেনীতে আজ শনিবার (১৮ অক্টোবর) শেষ কর্মদিবস পালন শেষে বিদায় নিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ বিদায়কে ঘিরে সাম্প্রতিক সময়ে সামজিক যোগাযোগমাধ্যমে নানা ইতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা। বিদায়বেলায় ফেনীবাসীর উদ্দেশ্য এ জেলায় কর্মরত অবস্থার কথা তুলে ধরে এক আবেগঘন বার্তা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলী হওয়া প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তা।
বিদায় বার্তায় যা ছিল
‘ফেনী জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পর্বটি আজ সমাপ্তির পথে। এই বিদায়বেলায়, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ফেনীতে আমার কর্মকাল আমার পেশাগত জীবনের এক অমূল্য অভিজ্ঞতা এবং গর্বের অংশ হয়ে থাকবে। এই জেলার আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত আন্তরিকতা, নিবিড় সহযোগিতা এবং অকুণ্ঠ ভালোবাসা আমার হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।
আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আপনাদের সেবায় নিয়োজিত থাকার। উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, জনসেবার মানোন্নয়ন, জনশৃঙ্খলা রক্ষা এবং মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিতে আমি চেষ্টার ত্রুটি রাখিনি। আমার সকল প্রচেষ্টা বা সিদ্ধান্ত হয়তো নিখুঁত ছিল না; কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের মূলে জনগণের সার্বিক কল্যাণচিন্তা ছিল সর্বাগ্রে।
আমি গভীরভাবে কৃতজ্ঞ, আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় ফেনীতে অসাধারণ কিছু স্মৃতি তৈরি করতে পেরেছি। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ফেনীর প্রতিটি নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি, যারা আমার পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করেছেন। আমার উত্তরসূরীর প্রতিও আপনারা আপনাদের সেই একই সহযোগিতা, আস্থা ও ভালোবাসা অব্যাহত রাখবেন, এই প্রত্যাশা রাখছি। ফেনীর শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা যেন সবসময় অক্ষুণ্ণ থাকুক এই শুভ কামনা জানিয়ে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন’।