ফেনীতে দস্যুতা মামলার আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে লুণ্ঠিত কানের দুল, দস্যুতায় ব্যবহৃত সরঞ্জাম ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের আনসার দলনেত্রী দীপালী রানী বর্মণ গত রোববার সকালে অফিসের কাজে নিজের বাড়ির সামনে থেকে একটি সিএনজি অটোরিকশা করে মহিপাল আনসার ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন। পথে বিরলী বাজার এলাকায় পৌঁছালে চালক জানান, সিএনজিটি নষ্ট হয়েছে। এ সময় দীপালী রানী অন্য সিএনজি খোঁজার জন্য নামলে ওই চালক পিছন থেকে গামছা দিয়ে তাঁর চোখ বেঁধে ফেলে। এসময় চিৎকার করলে চালক গাড়িতে থাকা রেঞ্চ দিয়ে দীপালীর মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাথি মারে। পরে তাঁর কানে থাকা দুটি দুলের একটি ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পরদিন ২৭ অক্টোবর ফেনী মডেল থানায় দীপালী রানীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার পর এসআই ওয়ালি উল্লাহ ২৭ অক্টোবর সন্ধ্যায় মহিপাল এলাকায় অভিযান চালিয়ে সিএনজি স্ট্যান্ড থেকে দস্যুতার সঙ্গে জড়িত আবু বক্কর সিদ্দিককে (২৬) গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

অভিযানে ঘটনাকালীন ব্যবহৃত রেঞ্চ, সিএনজি অটোরিকশা এবং ভিকটিমের লুণ্ঠিত একটি স্বর্ণের দুল উদ্ধার করা হয়।