বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৭টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৫ জন প্রার্থী। গতকাল রোববার (৯ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৪ জন ও সদস্য পদে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন পর্যন্ত সাত পদে ৪২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ইউনিট লেভেল অফিসার আব্দুল মান্নান।

ইউনিট অফিস সূত্রে জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন গ্রহণকারী তিনজনই মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন বর্তমান অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ মিস্টার, সেক্রেটারি মেজবাহ উদ্দিন সাঈদ ও মুশফিকুর রহমান পিপুল।

সেক্রেটারি পদে পাঁচজন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ সময় পর্যন্ত জমা দিয়েছেন চারজন। তারা হলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, জেলা ছাত্রদলের যুগা আহ্বায়ক রশিদ আহমেদ মজুমদার ও ডা. মো. শহীদ উল্যাহ। এ পদে অ্যাডভোকেট পার্থ পাল মনোনয়ন জমা দেননি।

কার্যনির্বাহী সদস্য পদে ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ২৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ফেনী জেলা যুব রেড ক্রিসেন্টের সিনিয়র স্বেচ্ছাসেবক রবিউল আজিম চৌধুরী রাহাত, অ্যাডভোকেট খোরশেদ আলম মাহাদী, বর্তমান অ্যাডহক কমিটির সদস্য মো. ফজলুল হক, মোতাহের হোসেন তুহিন, আবদুল্লাহ আল জোবায়ের, একরামুল হক, কামরুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান মজুমদার, অ্যাডভোকেট এম. জামাল উদ্দিন, মুহাম্মদ মুসা হাসনাত, সাইদুল মিল্লাত মুক্তা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রহমত উল্যাহ জিংকু, মেজবাহ উদ্দিন মিয়াজী, স্বেচ্ছাসেবক পরিবারের সংগঠক ওসমান গনি রাসেল, হায়দার আলী, জোবায়ের হোসেন, আরিফ মোহাম্মদ, মো. ওমর ফারুক, মো. সিফাত উদ্দিন, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, নাজরানা হাফিজ অম্লান, আনোয়ার হোসেন, এম এ ইমরান, গোলাম সরওয়ার সোহাগ, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, নুর তানজিলা রহমান ও মো. বেলাল হোসেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান জানান, আজ ১০ নভেম্বর যাচাই-বাছাই, ১১ নভেম্বর মনোনয়ন সংক্রান্ত আপত্তি গ্রহণ, ১২ নভেম্বর আপিল নিষ্পত্তি, ১৩ নভেম্বর খসড়া প্রার্থী

তালিকা প্রকাশ, ১৬ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ এবং ২২ নভেম্বর ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার ১ হাজার ৬৩৮ জন।

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অশোক বিক্রম চাকমা জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে তফসিল পরিপন্থী তথ্য প্রমাণিত হলে নির্বাচন বিধি অনুযায়ী তার প্রার্থিতা স্থগিত করা হবে। যাচাই বাছাই ও আপিল গ্রহণ নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হবে।