ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ ২০২৫ সালের ২০ অক্টোবর পর্যন্ত খসড়া চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ফেনীতে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ১৬ হাজার ৫৩৬ জন। নির্বাচনকালীন রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরে চূড়ান্ত হবে এ ভোটার তালিকা। ৯২৮ বর্গ কিলোমিটারের এ জেলায় এবার রেকর্ড সংখ্যক ভোটার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত এ জেলায় ভোটার ছিল ১২ লাখ ৩৯ হাজার ৯৩৫ জন। জেলা নির্বাচন অফিস সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার তিনটি সংসদীয় আসনের মধ্যে সর্বোচ্চ ভোটার ফেনী-৩ ( দাগনভূঞা-সোনাগাজী) আসনে। এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৮৭ জন, অন্যদিকে সর্বনিম্ন ভোটার ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৩৯৩ জন। অন্যদিকে ফেনী-২ (সদর) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৫৬ জন।

সূত্র জানায়, ফেনী-৩ আসনে ভোটারদের মধ্যে দাগনভূঞায় ২ লাখ ৪৮ হাজার ৩৮৪ জন ও সোনাগাজীতে ২ লাখ ৫৪ হাজার ৭০৩ জন। ফেনী-১ আসনে ভোটারদের মধ্যে ছাগলনাইয়া উপজেলায় ১ লাখ ৭৫ হাজার ৮৭০ জন, ফুলগাজীতে ১ লাখ ১১ হাজার ৬৬৬ জন ও পরশুরামে ৯৩ হাজার ৮৫৭ জন।

নির্বাচন অফিস সূত্র আরও জানায়, ২০২৫ সালের ২০ অক্টোবর পর্যন্ত ফেনী সদর উপজেলায় ৪ লাখ ৩২ হাজার ৫৬ জন ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৬৮৩ জন, মহিলা ২ লাখ ৯৩ হাজার ৭০ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৩ জন। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ভোটার সার-সংক্ষেপ অনুযায়ী সদর উপজেলায় নতুন ভোটার নিবন্ধন করেছে ১৯ হাজার ৫৪৫ জন। এর মধ্যে বাদ পড়া (যাদের বয়স ১৮ বছরের উপরে কিন্তু আগে ভোটার হয়নি) ভোটার নতুন নিবন্ধিত হয়েছে ১৪ হাজার ২৮২ জন। নতুন ভোটার (যাদের চলতি বছর ১৮ বছর হয়েছে) নিবন্ধিত হয়েছে ৫ হাজার ২৬৩ জন। এ উপজেলায় মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ৬ হাজার ৫১ জন।

দাগনভূঞা উপজেলায় ২ লাখ ৪৮ হাজার ৩৮৪ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ২৮ হাজার ৯৭১ জন, মহিলা ১ লাখ ১৯ হাজার ৪১২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ জন। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ভোটার সার-সংক্ষেপ অনুযায়ী এ উপজেলায় নতুন ভোটার নিবন্ধন করেছে ১০ হাজার ৯৭০ জন। এর মধ্যে বাদ পড়া (যাদের বয়স ১৮ বছরের উপরে কিন্তু আগে ভোটার হয়নি) ভোটার নতুন নিবন্ধিত হয়েছে ৮ হাজার ২৪৩ জন। নতুন ভোটার (যাদের চলতি বছর ১৮ বছর হয়েছে) নিবন্ধিত হয়েছে ১০ হাজার ৯৭০ জন। এ উপজেলায় মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ৪ হাজার ৩৭৬ জন।

সোনাগাজী উপজেলায় ২ লাখ ৫৪ হাজার ৭০৩ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৩০ হাজার ৮২৯ জন, মহিলা ১ লাখ ২৩ হাজার ৮৭৩ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ জন। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ভোটার সার-সংক্ষেপ অনুযায়ী এ উপজেলায় নতুন ভোটার নিবন্ধন করেছে ৯ হাজার ৭৪২ জন। এর মধ্যে বাদ পড়া (যাদের বয়স ১৮ বছরের উপরে কিন্তু আগে ভোটার হয়নি) ভোটার নতুন নিবন্ধিত হয়েছে ৫ হাজার ৭৫৫ জন। নতুন ভোটার (যাদের চলতি বছর ১৮ বছর হয়েছে) নিবন্ধিত হয়েছে ৩ হাজার ৯৮৭ জন। এ উপজেলায় মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ১ হাজার ২৫২ জন।

 পরশুরাম উপজেলায় ৯৩ হাজার ৮৫৭ জন ভোটারের মধ্যে পুরুষ ৪৭ হাজার ৯৩৩ জন, মহিলা ৪৫ হাজার ৯২৩ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ জন। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ভোটার সার-সংক্ষেপ অনুযায়ী এ উপজেলায় নতুন ভোটার নিবন্ধন করেছে ৪ হাজার ২০ জন। এর মধ্যে বাদ পড়া (যাদের বয়স ১৮ বছরের উপরে কিন্তু আগে ভোটার হয়নি) ভোটার নতুন নিবন্ধিত হয়েছে ১ হাজার ৭২২ জন। নতুন ভোটার (যাদের চলতি বছর ১৮ বছর হয়েছে) নিবন্ধিত হয়েছে ২ হাজার ২৯৮ জন। এ উপজেলায় মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ১ হাজার ৫৬৪ জন।

ফুলগাজী উপজেলায় ১ লাখ ১১ হাজার ৬৬৬ জন ভোটারের মধ্যে পুরুষ ৫৭ হাজার ৪৮০ জন, মহিলা ৪৫ হাজার ৯২৩ জন। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ভোটার সার-সংক্ষেপ অনুযায়ী এই উপজেলায় নতুন ভোটার নিবন্ধন করেছে ৫ হাজার ১০৩ জন। এর মধ্যে বাদ পড়া (যাদের বয়স ১৮ বছরের উপরে কিন্তু আগে ভোটার হয়নি) ভোটার নতুন নিবন্ধিত হয়েছে ৩ হাজার ৫০২ জন। নতুন ভোটার (যাদের চলতি বছর ১৮ বছর হয়েছে) নিবন্ধিত হয়েছে ১ হাজার ৬০১ জন। এ উপজেলায় মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ১ হাজার ৪২৫ জন।

ছাগলনাইয়া উপজেলায় ১ লাখ ৭৫ হাজার ৮৭০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৬১৭ জন, মহিলা ৮৫ হাজার ২৫২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ জন। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ভোটার সার-সংক্ষেপ অনুযায়ী উপজেলায় নতুন ভোটার নিবন্ধন করেছে ৭ হাজার ৮৩৮ জন। উপজেলায় বাদ পড়া (যাদের বয়স ১৮ বছরের উপরে কিন্তু আগে ভোটার হয়নি) ভোটার নতুন নিবন্ধিত হয়েছে ৬ হাজার ১২১ জন। নতুন ভোটার (যাদের চলতি বছর ১৮ বছর হয়েছে) নিবন্ধিত হয়েছে ১ হাজার ৭১৭ জন। এ উপজেলায় মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ২ হাজার ৮০০ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন জানান, আগামী ২৭ নভেম্বর আরও একটি চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হবে। এটি চূড়ান্ত ভোটার তালিকা নয়, নির্বাচন কমিশন কর্তৃক মনোনীত রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করলে তার স্বাক্ষরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

 ভোটকেন্দ্র ৪২৮টি, ভোটকক্ষ প্রায় আড়াই হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী ফেনীতে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৮টি এবং ভোটকক্ষ রয়েছে ২ হাজার ৪১৭টি। জেলা নির্বাচন অফিস সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন ।

নির্বাচন অফিস সূত্র জানায়, ফেনী-১ আসনের আওতাধীন ছাগলনাইয়া উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট কেন্দ্র রয়েছে ৫৪টি। এ উপজেলায় ভোটকক্ষের সংখ্যা ৩২৪টি। পরশুরাম উপজেলায় তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটকেন্দ্র ৩১টি, ভোটকক্ষ ১৮০টি এবং ফুলগাজী উপজেলায় ছয়টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৩৬টি, ভোটকক্ষ ১৯৯টি।

ফেনী-২ আসনের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৬টি ও ভোটকক্ষ রয়েছে ৭৯৭টি।

ফেনী-৩ আসনে দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটকেন্দ্র ৭৮টি, ভোটকক্ষ রয়েছে ৪৫৭টি। সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটকেন্দ্র ৮৩টি, ভোট কক্ষ রয়েছে ৪৬০টি।