জুডিশিয়ারি ও বার কাউন্সিল প্রস্তুতিতে দিকনির্দেশনামূলক সেশনের আয়োজন করেছে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ‘ল’ স্টুডেন্টস—নিলস ফেনী ইউনিভার্সিটি চ্যাপ্টার। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকালে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলানায়তনে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে সংগঠনটি।

এসময় আইন বিভাগের বিভিন্ন ব্যাচের মোট ৭০ জন শিক্ষার্থী উক্ত সেশনে অংশ নেন।

সেশনটি পরিচালনা করেন ফেনী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ সবুুজ হোসাইন। তিনি শিক্ষার্থীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ও বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন। জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় সফলতার জন্য মৌলিক আইনগুলো ভালোভাবে পড়া, ধারাবাহিকভাবে অধ্যয়ন করা, কৌশলগতভাবে পড়ার ওপর গুরুত্বারোপ করেন।
বার কাউন্সিল পরীক্ষা প্রসঙ্গে জন্য তিনি বলেন, আইন সম্পর্কিত বিভিন্ন ধারা ও বিধি গভীরভাবে পড়া, লিখিত এবং মৌখিক পরীক্ষার প্রস্তুতি পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

এসময় আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক সেশন পরিচালনা করেন আইন বিভাগের প্রভাষক মো. শরীফ হোসাইন।

এর আগে নিলস ফেনী ইউনিভার্সিটি চ্যাপ্টারের এসোসিয়েট সদস্যদের শপথ বাক্য পাঠ করান চ্যাপ্টারের প্রেসিডেন্ট কাজী মহিবুল হক শাফি।

নিলস ফেনী ইউনিভার্সিটি চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট (আউটরিচ) মোহাম্মদ সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইন বিভাগের প্রভাষক ও চ্যাপ্টারের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রভাষক বাঁধন ঘোষ, দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস—নিলস বাংলাদেশের সহ সভাপতি (প্রেস এন্ড মিডিয়া) মো. আরফান হোসাইন।

এসময় চ্যাপ্টারের সদস্যরা, আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।