ফেনী জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত ৩ ডিসেম্বর নির্বাচন কমিশনার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন মানিক এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী ১৪ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৪ জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিক্রি হবে ৫ ও ৬ জানুয়ারি, সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

৭ জানুয়ারি বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই দিন বিকেল ৪টায় মনোনয়নপত্র যাচাইুবাছাই করা হবে। ৮ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং বিকেল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বেলা ১টা থেকে ২টা পর্যন্ত থাকবে এক ঘণ্টার বিরতি। আইনজীবী সমিতির নিয়ম অনুযায়ী, প্রতি বছর জানুয়ারির তৃতীয় শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে থাকে।