ফেনী বাখরাবাদের জরুরী লাইন সংযোগ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টা জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) রাতে এ নিয়ে ফেনী শহর জুড়ে ও উপজেলা মাইকিং করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশিন কোম্পানী।
এ তথ্য নিশ্চিত করে বাখরাবাদের ফেনী অফিসের ব্যবস্থাপক (প্রকৌশল সেবা) প্রকৌশলী এসএম জাহিদুল ইসলাম দৈনিক ফেনীকে জানান, জরুরী রক্ষণাবেক্ষনের জন্য বাখরাবাদের গ্যাস সংযোগ লাইন মেরামত করা হবে। এজন্য জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। সাধারণ মানুষের অবগতির জন্য জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে। যদি প্রয়োজন হয় তবে আরও ৬ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখা হতে পারে। রক্ষণাবেক্ষণ শেষ হলে ৩১ ডিসেম্বর ভোর ৬টা থেকে পুনরায় গ্যাস সংযোগ ফের চালু করা হবে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য ইতোমধ্যে দাগনভূঞায় গতকাল ভোর ৬টা থেকে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সেখানে গ্যাস সংযোগ চালু হতে পারে। এছাড়া গতকাল থেকে শহরের সালাহউদ্দিন মোড়, বারাহীপুর, উকিল পাড়া ও শাহীন একাডেমী সড়কসহ বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ বন্ধ ছিল। তবে অন্যান্য স্থানে সংযোগ চালু থাকলেও গ্যাসের চাপ কম ছিল।
