২০২৫ সালের পুরোটা সময় জুড়ে বিভিন্ন দাবি আদায়ে রাজপথ ছিল উত্তাল। ফেনীতেও পড়েছিল তার প্রভাব। বছর জুড়ে নানা দাবিতে আন্দোলনে করেছিল ফেনীতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিসহ নানা পেশাজীবী সংগঠন। বছরের শেষ দিকে আন্দোলনে নামে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি আদায়ে কর্মবিরতি, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে তারা। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বিপাকে পড়ে সেবাগ্রহীতারা। বছরব্যাপী চলা এসব আন্দোলনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার কিছু দাবি মেনে নিলেও অধিকাংশ দাবি আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, অনেক ক্ষেত্রে আশ্বাসও মেলেনি।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
গত বছরের ৩০ নভেম্বর দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফেনীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করে। ফেনী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা কাঙ্খিত সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন। মানববন্ধনে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেও এখনো আমরা ন্যায্য সম্মানী ও পদমর্যাদা থেকে বঞ্চিত বলে দাবি করেন তারা।

পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি
গত বছরের ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ফেনীতে কর্মবিরতি পালন করে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীরা। এতে অংশ নেয় পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা। এতে ব্যাহত হয় পরিবার পরিকল্পনা সেবা, প্রচার সপ্তাহ কার্যক্রম এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নিয়মিত সেবা কার্যক্রম।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত সংশোধিত বিধিমালা কার্যকর না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি
গত বছরের ৫ মে দুই দফা দাবিতে ফেনী জজ আদালত প্রাঙ্গনে কর্মবিরতি পালন করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, ফেনী শাখার উদ্যোগে আদালত প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান, বিদ্যমান জুডিশিয়াল সার্ভিসের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী হিসেবে ৭ম থেকে ১২তম গ্রেডভুক্তকরণ। এছাড়া বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিও জানান তারা।

চার দফা দাবিতে গণছুটিতে পল্লী বিদ্যুতের ৫৬৯ কর্মী
গত বছরে ফেনীতে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল চার দফা দাবিতে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ৫৬৯ কর্মকর্তা-কর্মচারীর গণছুটি। গত বছরের ৮ সেপ্টেম্বর চার দফা দাবিতে গণছুটিতে যান তারা। এতে জেলার ছয় উপজেলায় জরুরি সেবা, লাইন মেরামত, মিটার সংযোগ, বিলিংসহ সংশ্লিষ্ট কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। প্রয়োজনীয় সেবা না পাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহক। এ ঘটনার প্রেক্ষিতে গত বছরের ৮ সেপ্টেম্বর ফুলগাজীতে দুই দিনের বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। পরে প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেলার ছয় উপজেলার পল্লী বিদ্যুতের জোনাল অফিসসহ বিভিন্ন সাব-স্টেশন অফিসে কর্মরত ৫৯০ জনের মধ্যে ৫৬৯ আবেদন ফরম জমা দিয়ে গণছুটিতে গেছেন। তার মধ্যে ফেনী সদর উপজেলার ১১৭ জন, ছাগলনাইয়া উপজেলা জোনাল অফিসে ৮৫ জনের মধ্যে ৭০ জন, দাগনভূঞা উপজেলা জোনাল অফিসে ৭৪ জনের মধ্যে ৬৭ জন, পরশুরাম উপজেলায় ৪১ জনের মধ্যে ৩৯ জন, ফুলগাজী উপজেলায় ৪৯ জনের মধ্যে ৪৩ জন ও সোনাগাজীতে ৭৫ জনের মধ্যে ৬৮ জন গণছুটিতে যান।