নির্বাচনকালীন নিরাপত্তা প্রসঙ্গে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ৩০ হাজার ৯২১ জন, ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৮টি ও ভোটকক্ষ ২ হাজার ৪৩৯টি। গুরুত্বপূর্ণ সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। অবৈধ অস্ত্র ও অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত চারটি প্রশ্নে একটি উত্তরে হ্যাঁ বা না প্রদানের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে হ্যাঁ জয় মানে আমরা পাব এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, যেখানে ক্ষমতা ভারসাম্যপূর্ণ হবে, সংসদ হবে কার্যকর, বিরোধী দলের ভূমিকা হবে অর্থবহ। গণভোট ও নির্বাচন বিষয়ে জনগণকে সচেতন করতে সারাদেশে ‘ভোটের গাড়ি’ সুপার ক্যারাভ্যান দেশের ৬৪টি জেলা ঘুরে বেড়াচ্ছে। এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় গিয়ে নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
বক্তব্যে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটার ও তাদের ভোটের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের একমাত্র ও প্রধান দায়িত্ব। ভোটাররা যেন নির্ভয়ে ও নিরাপদে ভোটকেন্দ্রে এসে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে ফিরে যেতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করব।
জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী ও আবৃত্তি একাডেমি ফেনীর সভাপতি সৈয়দ আশরাফুল হক আরমানের যৌথ সঞ্চালনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ফাহমিদা হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবী নেওয়াজ, জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্যাহ, জেলা তথ্য অফিসার এস এম আল-আমিনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা। পোস্টাল ব্যালট ও ভোট সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল এবং জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা বিষয়ক প্রেজেন্টশন উপস্থাপন করেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।
