ফেনী বড় বাজারে অগ্নিদুর্ঘটনা রোধে রিজার্ভ ট্যাংক নির্মাণের জন্য প্রয়োজনীয় কাজের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। গতকাল রোববার (১৮ জানুয়ারি) সকালে নিজ সম্মেলনে কক্ষে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

একই প্রসঙ্গে তিনি বলেন, অগ্নিদুর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের গাড়ি যাতে দ্রুত ঘটনাস্থলে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে, সে জন্য বড় বাজার এলাকাগুলোর সড়ক দখলমুক্ত রাখা জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও অপ্রয়োজনীয় বৈদ্যুতিক তার অপসারণে উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে ইমারাত নির্মাণ বিধিমালার আওতায় গঠিত কমিটি ভবন নির্মাণ কার্যক্রম তদারকি করবে। ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়া কোনো বহুতল ভবন নির্মাণ করা যাবে না। এছাড়া সরকারি দপ্তরেগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্রগুলো সচল ও সংযোগ করার জন্যও আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, জেলা ও উপজেলার বিভিন্ন স্কুলে অব্যবহৃত, অকেজো ও পরিত্যক্ত নলকূপগুলোর তালিকা করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় কাজ করবে বলে জানান তিনি।

ফেনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক অবস্থা নিয়ে মনিরা হক বলেন, বিদ্যালয়গুলোর মানোন্নয়নের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হবে। এ উদ্যোগের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান জনবল সংকট, ভবন নির্মাণসহ সংশ্লিষ্ট নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীতে গণভোটের ক্যাম্পেইন পরিচালিত হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, জনগণের কাছে গণভোটের মূল বার্তাটি স্পষ্টভাবে পৌঁছে দিতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী হবে এবং ‘না’ দিলে কী হবে—এই বিষয়গুলো মানুষকে জানাতে হবে।

সভায় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান বলেন, পুলিশের বর্তমান প্রধান অগ্রাধিকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ফাহমিদা হকের সঞ্চালনায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নবীনেওয়াজ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।