ফেনী জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দীন খোন্দকারের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মিট দ্যা ইয়াং লিডার্স’। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফেনীর সালাম কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন, ডকুমেন্টারি দেখানো, ইউথ আইডিয়া শেয়ারিং ও কালচারাল অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র’র আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মুল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাসান উদ্দিন। অনুষ্ঠানে তিনি মেধা ভিত্তিক রাজনীতির গুরুত্ব আলোকপাত ও কৌশল নিয়ে আলোচনা করেন। জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০জন ইয়াং লিডারর্স অংশ গ্রহণ করেন। তারা মেধাভিত্তিক রাজনীতির কৌশল জানতে চান।

অনুষ্ঠানে আগত পরশুরাম ইসলামীয়া ফাজিল মাদরাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস এসেছেন এই পোগ্রামে। তিনি জানান, কিভাবে নতুন নেতৃত্ব তৈরি করা যায় তার কৌশল সম্পর্কে ধারনা নিয়ে সাংগঠনিক দক্ষতা অর্জন করাই ছিলো মুল লক্ষ।এ ধরনের পোগ্রাম আরও বেশী হওয়া দরকার। আগামী দিনগুলো দক্ষতা ও মেধাভিত্তিক রাজনীতি করার সময়।

ফেনী সরকারি কলেজের সাবেক যুগ্ম আহবায়ক সানি মজুমদার প্রবন্ধ উপস্থাপকের কাছে জানতে চান শিক্ষা মুলক পোগ্রাম আয়োজনের অর্থ যোগান বড় চ্যালেঞ্জ।

ফেনী ইউনিভার্সিটি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নিঝুম প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ড. মো. হাসান উদ্দিনের কাছে জানতে চান, কেন্দ্রে গিয়ে কিভাবে ভোট দেবে। সে কৌশল নিয়েও আলোচনা করেন প্রফেসর হাসান। এছাড়াও প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন ছাগলনাইয়া কলেজ ছাত্রদলের সভাপতি তানজিদুল মিয়াজী, সাধারণ সম্পাদক নোমান, ছাগলনাইয়া ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আলী আক্কাস সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের তরুন নেতারা।

 

মিট দ্যা লিডার্সের আয়োজক নাছির উদ্দীন খোন্দকার জানান, সাবেক আর তরুণ রাজনীতির মেলবন্ধনই হলো আয়েজনের মুল উদ্দেশ্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে বিএনপি প্রার্থীর সমন্বয়ক মো. রাশেদ ইকবাল, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ডক্টর নিজাম উদ্দিন।

ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ফরহাদ উদ্দিন মিল্লাত, ফেনী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক এডভোকেট হুমায়ুন কবির বাদল, বেলাল হোসাইন। প্রোগ্রামটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রশিদ আহমদ মজুমদার।