সারাদেশে নির্বাচনী কাজে নারীদের হামলা, হেনস্তা ও কটুক্তির অভিযোগে ফেনীতে প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে প্রকাশ্যে এসেছে মহিলা জামায়েত। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের ট্রাংক রোড হয়ে বড় মসজিদ মোড় ঘুরে প্রেসক্লাব হয়ে আবারও শহীদ মিনারের পাদদেশে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা বলেন, নির্বাচনী কাজে নারীদের উপর সহিংসতা ও অশালীন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। এর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী একজন বলেন, আমরা চাই এমন একজন প্রার্থী নির্বাচিত যেখানে নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। নিঃসন্দেহে সেটা হবে ইনসাফ ও ন্যায়ের পক্ষে রাজনীতি। অতীতে দেখেছেন স্বৈরাচার নারী শাসক দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। আমরা চাই না দেশে আবার এমন পরিস্থিতি তৈরি হোক।
আয়েশা আক্তার নামে আরেকজন বলেন, নির্বাচনকালীন সময়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। ভোটের মাঠে নারীর অংশগ্রহণ নিরাপদ না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনকে দলমত নির্বিশেষে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে
ফেনী শহর মহিলা জামায়াতের সভাপতি বিবি আসমা বলেন, আমরা এমন জনপ্রতিনিধি চাই, যারা নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতেই সুস্থ রাজনীতি গড়ে উঠতে পারে। সমাজের সকল সচেতন মানুষকে নারীর অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
সমাবেশে বক্তব্য রাখেন ফেনী শহর মহিলা জামায়াতের সভাপতি বিবি আসমা, জেলা কর্ম পরিষদ সদস্য কুসুম আক্তার, শাহীনা আক্তার ও এবি পার্টির মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনি প্রমুখ।
