ফেনীতে মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় র্যাব-৭ বাদী হয়ে তিনজনকে আসামি করে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।
গ্রেপ্তাররা হলেন—খাগড়াছড়ি সদর উপজেলার মাটিরাঙ্গা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. খোকন (৪৩), কুমিল্লার লাঙ্গলকোট থানার মনির হোসেনের স্ত্রী মোছা. খোরশিদা বেগম (৩৫) ও একই এলাকার নুর নবীর স্ত্রী মোছা. রিনা (৪০)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক কারবারি একটি প্রাইভেটকারযোগে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল ফেনী সদর উপজেলার বাইপাস এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে সেটি না থেমে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা গাড়িটি আটক করে তল্লাশির সময় গাড়ির ভেতরে প্লাস্টিকের একটি বস্তায় বিশেষ কৌশলে কস্টেপে মোড়ানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বলেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা ক্রয় করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলাগুলোর মাদক কারবারি ও সেবনকারীদের কাছে পাইকারি ও খুচরা দরে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।
