ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আজ বুধবার (৭ জানুয়ারি) বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এদিন বিকেল ৪টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। একইদিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি (শনিবার)। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে ভোটগ্রহণের সময়সূচিতে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি থাকবে। দৈনিক ফেনীকে এসব তথ্য নিশ্চিত করেন সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনার মীর মোশাররফ হোসেন মানিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের নিয়ে গঠিত সমমনা আইনজীবী পরিষদ ও আওয়ামী লীগ, বামদলপন্থী আইনজীবীদের নিয়ে গঠিত সম্মিলিত আইনজীবী পরিষদ—এই দুটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। তবে এবারের নির্বাচনে প্রতিযোগিতার চিত্র কিছুটা ভিন্ন। এবার বিএনপিপন্থী আইনজীবী কল্যাণ পরিষদ, জামায়াত ও অন্যান্য ইসলামী দলসমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ এবং আওয়ামী লীগ ও বাম দলপন্থীদের সমর্থনে স্বতন্ত্র একটি প্যানেল নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বিএননপিপন্থী আইনজীবী কল্যাণ পরিষদ থেকে সভাপতি পদে ফরিদ উদ্দিন খাঁন নয়ন, সহ সভাপতি পদে শামসুদ্দীন মানিক ও মো. শহীদ উল্যাহ, সাধারণ সম্পাদক পদে হাছান মাহমুদ মামুন, যুগ্ম সম্পাদক পদে কামরুজ্জামান স্বপন, সাংস্কৃতিক সম্পাদক পদে মোশাররফ হোসেন খোন্দকার, অডিটর পদে হুমায়ুন কবীর বাদল, অর্থ সম্পাদক পদে প্রিন্স মাহমুদ চৌধুরী, লাইব্রেরি সম্পাদক পদে ইয়াছিন আরাফাত তারেক এবং সদস্য পদে আরিফুল ইসলাম, রোমানা আফরোজ, মো. মনির উদ্দিন সোহাগ, এ এস এস ফখরুদ্দিন ভূইয়া, আবদুর রহিম সুজন ও আবদুল্লাহ আল মামুন জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করছে।

জামায়াত সমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ থেকে সভাপতি পদে মো. মঈন উদ্দিন সহ-সভাপতি পদে কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে আলা উদ্দিন বিন ওয়াদুদ, অডিটর পদে মো. আবুল বাশার আরিফ, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান, লাইব্রেরি সম্পাদক পদে ফখরুদ্দীন হেলালী এবং সদস্য পদে ফেরদৌস আরা লিয়া, হুসমিস সামাহ শেলি, জিয়াদ হাসান রাসেল, আবদুর রহীম মামুন, শাহীদুল ইসলাম চৌধুরী ও মো. নাঈম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, স্বতন্ত্র প্যানেল থেকে সভাপতি পদে বিমল শীল, যুগ্ম সম্পাদক পদে মাসুদুর রহমান, অডিটর পদে মো. আইয়ুব আলী মিলন ও সদস্য পদে সুলতান আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, আইনজীবী সমিতির প্রচলিত রীতি অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।