‘জীবনের সব পর্যায়ে ডায়াবেটিস সেবা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের উদ্যোগে সচেতনতা ক্যাম্পেইন ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) ফেনী পৌরসভার সামনে এ আয়োজন করা হয়।
উক্ত ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন করেন। নাগরিকদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি, প্রাথমিক উপসর্গ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও এস জেড অপু, সেক্রেটারি লিও কাজী মানিক ও লিও আব্দুল্লাহ আল মনির, প্রোগ্রাম চেয়ারম্যান। এছাড়াও ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের নেতৃবৃন্দ ও লিও সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্লাব প্রেসিডেন্ট লিও এস জেড অপু বলেন, ডায়াবেটিস এখন একটি নীরব বৈশ্বিক মহামারি। মানুষ নিয়মিত পরীক্ষা না করায় রোগ অনেক সময় দেরিতে ধরা পড়ে এবং জটিলতা বাড়ে। এবছরের প্রতিপাদ্য ‘Diabetes Across Life Stages’ আমাদের মনে করিয়ে দেয় ডায়াবেটিস সেবা শিশুকাল থেকে প্রবীণ বয়স পর্যন্ত সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই নিয়মিত পরীক্ষা, সচেতনতা ও চিকিৎসা সবার জন্য সহজলভ্য হোক। ফেনী সেন্ট্রাল লিও ক্লাব ভবিষ্যতেও এমন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
