ফেনী শহরে সম্প্রতি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার সম্মেলিত প্রচেষ্টায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনার পর জনমনে নেমে আসে স্বস্তি। ফুটপাত হকারমুক্ত রাখতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ। তবে এবার হকারদের পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান ও জব্দ মালামাল ফেরত দেওয়ার দাবি তুলে নতুন করে একটি পক্ষ সক্রিয় হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন ফেনী সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোকছেদুল আলম টিপু। 

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল ও পরে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাদের দাবির কথা তুলে ধরেন। 

এ সময় ফেনী সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) আহ্বায়ক মোকছেদুল আলম টিপু ও সদর উপজেলা হকার্স ইউনিয়নের আহ্বায়ক কামাল মাস্টারের নেতৃত্ব আরও উপস্থিত ছিলেন-রাজন পাটোয়ারী, আবু ইউসুফ, নুর আলম, মোহাম্মদ উল্লাহ শিমুল, নুর নবী, বোরহানউদ্দিন, নেজাম উদ্দিন, নিজাম উদ্দিন, শাহ আলম ও জাকির হোসেনসহ হকার্স ইউনিয়নের সদস্যরা। 

এ বিষয়ে জানতে কথা হয় মোকছেদুল আলম টিপুর সঙ্গে। দৈনিক ফেনীকে তিনি বলেন, হকারদের দাবি যৌক্তিক। তারা যেকোন জায়গায় বিকল্প পুর্নবাসনের দাবি জানিয়েছে। পুলিশ সুপার আমাদের আশ্বাস দিয়েছেন। যানজট নিরসনে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটির পক্ষে আমরাও আছি। আমরা রাজাঝির দিঘির পাড়ের একটি অংশে বসার জন্য বিকল্প জায়গার কথা জানিয়েছি। এছাড়া আমি ফেনী জেলা স্কপের আহবায়ক। আন্দোলনে কোন ফ্যাসিস্টের লোক যেন ঢুকতে না পারে সেজন্য আমি গিয়েছি। এটির সঙ্গে শ্রমিক দলের কোনো সম্পর্ক নেই।

এ ব্যাপারে জেলা বিএনপি সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, হকারদের বিষয়ে প্রশাসন সিদ্ধান্ত নেবে আগেই জানিয়েছেন। এর মাঝে এমন কিছু করা অযৌক্তিক। এসব করে জলঘোলা করার কিছু নেই। এ আন্দোলনে টিপুর অংশগ্রহণ নিয়ে আমরা বিব্রত। যেখানে আমরাই যানজট নিরসন ও হকারদের বিষয়ে কাজ করছি সেখানে টিপু কারো সাথে আলোচনা ছাড়া কেন গেলেন এনিয়ে দলীয় ফোরামে আলোচনা করব। সে যেহেতু জাতীয়তাবাদী দলকে প্রতিনিধিত্ব করেন, সেখান থেকে এমন কিছু করতে পারে না।দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তাদের এ সমাবেশে বক্তব্য দেন-স্কপ ফেনীর আহ্বায়ক মোকছেদুল আলম টিপু, প্রগতিশীল আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সমীরচন্দ্র কর, জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন মজুমদার সাচ্চু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক মালেক মনসুর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মো. সিরাজ, ট্রেড ইউনিয়ন সংঘের আহ্বায়ক নাসির উদ্দিন ভূঁইয়া সবুজসহ একাধিক শ্রমিক সংগঠনের নেতা।