ফেনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের উদ্যোগে পরিচালিত তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি খাদ্য প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, কেক তৈরিতে রংযুক্ত খবরের কাগজ ব্যবহার, রং মিশ্রিত করমচাকে চেরিফল হিসেবে বিক্রি, নিম্নমানের লবণ ব্যবহার, উৎপাদন তারিখ ও মেয়াদ উল্লেখ না করে দই ও রসমালাই সরবরাহসহ একাধিক ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রমের অভিযোগে মেসার্স ইয়াম্মী ফুড প্রোডাক্টস অ্যান্ড হাজির বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অধিদপ্তরের প্রশাসনিক ক্ষমতাবলে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি খবরের কাগজে মোড়ানো কেক, রংমিশ্রিত করমচা ও বাসি মিষ্টি জব্দ করা হয় এবং পরে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের করণীয় ও বর্জনীয় বিষয় লিখিতভাবে প্রদান করা হয় এবং সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। ভোক্তারা যেন নিরাপদ ও মানসম্মত পণ্য পান এবং প্রতারিত না হয় সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামসুল আরেফীন ও জেলা পুলিশের একটি টিম অংশ নেন।
