আহমেদ নেটওয়ার্কের উদ্যোগে ওয়ান ব্যাংকের নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরের দাউদপুল এলাকা উৎসবমুখর পরিবেশে ফেনীর এই শাখাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

এতে প্রধান অতিথি ছিলেন ওয়ান ব্যাংক নোয়াখালী জোনের ভিপি ও জোনাল ম্যানেজার আকতার হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক হেড অফিসের এজেন্ট ব্যাংকিং ডিভিশন এভিপি পলাশ চন্দ্র দাস, নোয়াখালী জোন এভিপি শাওকাত হোসেন, ওয়ান ব্যাংক রিজিওনাল ম্যানেজার আবু সুফিয়ান, ওয়ান ব্যাংক ফেনী বাঞ্চের এফএভিপি ও ব্রাঞ্চ ম্যানেজার কাজী মোহাম্মদ ইরফান হোসেন।

এসময় অতিথিরা বলেন, এজেন্ট ব্যাংকিং গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আহমেদ নেটওয়ার্কের এই উদ্যোগের মাধ্যমে ফেনীর সাধারণ মানুষ এখন আরও সহজে জমা, উত্তোলন, প্রবাসী আয়ের গ্রহণ, অ্যাকাউন্ট খোলা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন।

আহমেদ নেটওয়ার্ক স্বত্বাধিকারী আলাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে আরও উন্নত সেবা এবং গ্রাহকবান্ধব ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে তারা কাজ করে যাবে।