ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনীতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে অনিবন্ধিত ও রেজিস্ট্রেশনবিহীন ২৯টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এসব তথ্য নিশ্চিত করেন।
ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অন্তত ২৯টি মোটরসাইকেল জব্দ করা হয়। এর মধ্যে ১৭টি পরিবহনের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে।
এ ব্যাপারে ফেনীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ফেনী সদরের ২৯টি মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। এর মধ্যে ১৭টি বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযানে যেসব চালক কাগজপত্র দেখাতে পারেননি, তারা পরবর্তীতে বৈধ কাগজপত্র উপস্থাপন করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
