ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পশ্চিম ফাজিলপুরে ডাকাতির চেষ্টা করেছে সংঘবদ্ধ চক্র। এসময় তাদের কোপে বাবা, ছেলেসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পশ্চিম ফাজিলপুরের মির কাশেমের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৪টার দিকে মির কাশেম আলীর নতুন বাড়িতে ঘরের দরজা ভেঙে অস্ত্রসস্ত্র নিয়ে হানা দেয় ডাকাত দল। এসময় মির কাশেমের ছেলে শাকিলের গলায় ছুরি ধরে জিম্মি করে। ঘরের লোকজন বাধা দিয়ে এক ডাকাতকে ধরে ফেলে। এসময় নিজেদের সহযোগিকে ছাড়িয়ে নিতে ডাকাতদল পরিবারের সদস্যদের এলোপাথাড়ি কোপাতে থাকে। তাদের কোপে ওই পরিবারের মৃত আবুল খায়েরের ছেলে গৃহকর্তা মির কাশেম (৫৪) ও তার ছেলে জিয়া উদ্দিন রাজীব (৩৮) এবং তরিকুল (৪২) আহত হয়। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
মির কাশেমের পুত্রবধূ জানান, ডাকাতরা তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে। তার শ্বশুর মির কাশেমের অবস্থা সংকটাপন্ন, তাকে প্রাইভেট হাসপাতালে রাখেনি। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিজেদের নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা চান তিনি। এ ঘটনার বিচার দাবি করেন।
প্রতিবেশী মো. জাহাঙ্গীর আলম বলেন, ডাকাতদের কোপে বাবা ছেলেসহ ৩ জন আহত হয়েছে। মহাসড়কের পাশে বাড়ি হওয়ায় ওই বাড়িতে এর আগেও একাধিকবার ডাকাতি হয়েছে।
এ ব্যাপারে পুলিশের বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ডাকাতরা চেষ্টা করলেও কোনকিছু নিতে পারেনি। ওই পরিবারের লোকজন এক ডাকাতকে ধরে ফেললে। তাকে বাঁচাতে ডাকাতরা ওই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে আহত করেছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি।
