ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের সালাম কমিউনিটি সেন্টারে এ উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, যেহেতু সব ওয়ার্ডে যাওয়া সম্ভব হবে না সেজন্য কয়েকটি ওয়ার্ড একসঙ্গে করে নির্বাচনী সভা করা হবে। এছাড়া কোনদিন কোন স্থানে প্রচারণা চলবে তা আমরা আগামীকালের মধ্যে জানিয়ে দেব। এ নির্বাচনে বিএনপিকে বড় ব্যবধানের জয়ী করতে হবে।
এ সময় জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, গাজী হাবিব উল্লাহ মানিক, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।
