জামায়াত নেতৃত্বাধীন জোটে থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ফেনী-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হারুনুর রশিদ ভূঞা। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) শহরের আলিয়া মাদ্রাসা মার্কেটে আয়োজিত মতবিনিময় তিনি এমন তথ্য জানান।

হারুনুর রশিদ ভূঞা বলেন, সুনামগঞ্জ-৩ আসন খেলাফত মজলিসের জন্য উম্মুক্ত থাকলেও ওই আসনে এবি পার্টির প্রার্থী জোটের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থিতা প্রত্যাহার না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের সিদ্ধান্তের আলোকে ফেনী-২ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে রিকশা প্রতীকে ভোট চেয়ে আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।

জোটবদ্ধ থাকলেও এবি পার্টির বিরুদ্ধে লড়ার প্রসঙ্গে তিনি বলেন, এবি পার্টির অন্য প্রার্থী জোটের সিদ্ধান্ত অমান্য করায় আমাদের এ সিদ্ধান্ত। তবে পরবর্তীতে যদি ওই আসনে তারা জোটের সমর্থনে সরে দাঁড়ান তাহলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরাও সিদ্ধান্ত পরিবর্তন করব।

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতি মো. নাজমুল আলমের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক ও সাবেক জেলা সভাপতি জসিম উদ্দিন, সদর উপজেলা সভাপতি মাওলানা মো. ইয়াছিন, ফেনী ছাত্র মজলিসের সম্পাদক আলাউদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে ফেনী-২ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নির্বাচনে লড়ছেন।