ছাগলনাইয়ার চাঁদগাজী বাজার এলাকায় পাচারকালে কোটি টাকা মূল্যের ভারতীয় থান কাপড় জব্দ করেছে বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ফুলগাজীর খেজুরিয়ায় বিওপির সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গত রোববার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় বিজিবি সদস্যরা। অভিযানে চাঁদগাজী বাজারের পাশে মোজাফফর মসজিদ সংলগ্ন স্থানে একটি পিকআপ তল্লাশী চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চালকসহ অন্যান্যরা পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন বিজিবির খেজুরিয়া ক্যাম্প কমান্ডার ইমতিয়াজ। তিনি জানান, জব্দকৃত কাপড়ের বাজার মূল্য ১ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণের মোহাম্মদ মোশাররফ হোসেন।