ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব চম্পকনগর এলাকায় মাদকবিরোধী অভিযানে ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বিজিবি। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, শুক্রবার (১০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবি চম্পকনগর বিওপির টহলদল পূর্ব চম্পকনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় ৪০ কেজি গাঁজা এবং এক বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, জব্দকৃত গাঁজা ও মদের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা। 

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ৪ বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।