ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফেনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। ফেনীতে চলতি মাসে একাধিক লাশ উদ্ধার, জেলার বিভিন্ন স্থানে বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতালে অব্যাহত চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জান-মালের নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে সাধারণ মানুষদের। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, নিশ্চিন্তে কোথাও চলাফেরার উপায় নেই, কখন কি ঘটে- এ নিয়ে শঙ্কায় দিন পার করতে হয়। ফেনীতে চুরি ডাকাতি ও ছিনতাই নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফতেহপুর রেললাইনের পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ফেনী জজ আদালতের সেরেস্তাদার এনামুল হকের (৫০) মরদেহ উদ্ধার করা হয়। এটি কি হত্যাকান্ড না এর পেছনে অন্য কোন কারণ জড়িত রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত ৯ ডিসেম্বর রাত ৯টার দিকে মডেল থানার সামনে রাজাঝির দিঘির পশ্চিম পাশ থেকে শুক্কুর আলী নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুই সাপ্তাহ পেরিয়ে গেলেও এটি কি হত্যাকান্ড না মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম দৈনিক ফেনীকে জানান, ঘটনার কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা অব্যহত রেখেছে।

এর আগে গত ৭ ডিসেম্বর রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে লেমুয়া দেয়ানজি বাড়ির পুকুরপাড় এলাকায় লেমুয়া বাজারের পাইকারি ব্যবসায়ী মো. বাকেরের ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে সঙ্গে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১৭ ডিসেম্বর ভোরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আইউসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনার মূলহোতাসহ জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে, গত ২১ ডিসেম্বর সন্ধ্যার দিকে ফেনীর দাউদপুল এলাকার দাউদপুল টাওয়ারের তৃতীয় তলায় মেরিন ইঞ্জিনিয়ারা শাখাওয়াত হোসেনের বাসার জানালার গ্রিল কেটে আলমারি থেকে ৫ ভরি স্বর্ণ আলমারি ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

গত ১১ ডিসেম্বর ফেনী সদরের কালিদহের উত্তর গোবিন্দপুর এলাকার এক প্রবাসীর বাড়িতে ঢুকে ১৮ ভরি সোনা ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত ৫ ডিসেম্বর ফেনী শহরের ১৮ নম্বর ওয়ার্ডের লাতু মিয়া সড়কের হোয়াইট হাউজের প্রবাসী সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এর আগে গত ১ নভেম্বর ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে দিনেদুপুরে তালা ভেঙে সামছু উদ্দিন বাবু নামে কুয়েত প্রবাসী এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রবাসীর ভাই কামাল উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই জহির লুণ্ঠিত আংশিক মালামাল উদ্ধার করেন।

গত ২৬ অক্টোবর সিএনজিতে করে বাড়ি ফেরার সময় দাগনভূঞার বিরলী বাজার এলাকায় ছিনতাইয়ের শিকার হন পাঁচগাছিয়া ইউনিয়নের আনসার দলনেত্রী দীপালী রানী বর্মণ। ঘটনার পরদিন ২৭ অক্টোবর ফেনী মডেল থানায় দীপালী রানীর স্বামী বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকায় আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে লুণ্ঠিত কানের দুল, দস্যুতায় ব্যবহৃত রেঞ্চ ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

গত ১৯ অক্টোবর ফেনী শহরের রামপুরের লাতুমিয়া সড়কে ‘স্বপ্ন নীড়’ ভবনের নিচতলায় ভাড়া বাসায় ঢুকে অস্ত্রের মুখে এক গৃহবধূর গলায় ছুরি ধরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে দুর্বৃত্তরা।

গত ১৮ অক্টোবর রাতে দাগনভূঞার সিলোনিয়ার চাঁনপুর এলাকায় জনৈক কামাল উদ্দিনের বাড়িতে ৪/৫ জন ডাকাত প্রবেশ করে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও ওয়ারড্রোবের তালা ভেঙে ৭১ ভরি স্বর্ণালংকার, ডায়মন্ড গয়না এবং নগদ ৬ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ১ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কামাল উদ্দিন বাবুল বাদী হয়ে দাগনভূঁঞা থানায় ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। গত ৭ ডিসেম্বর এ ঘটনায় জড়িত সন্দেহে মেহেদি হাসান ইমন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

এছাড়া ফেনীতে ১৫টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি হাসপাতালেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিল লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরোনীয়া শহিদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইলেকট্রিক ও ইলেট্রনিক্স বিভিন্ন সামগ্রীসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। এছাড়া ফেনী সদরের লেমুয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে চোরেরা।

ফেনীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ জানান, বিদ্যালয়ে চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। তবে এখনো পর্যন্ত চুরি হওয়া কোন মালামাল উদ্ধার করা যায়নি।

এ ব্যাপারে ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম দৈনিক ফেনীকে জানান, তদন্তে সকল প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ কাজ করছে। আশা করি শীঘ্রই ফলাফল মিলবে। রাজাঝির দিঘিতে লাশ উদ্ধার নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজ করছে। আশা করি দ্রুত ঘটনার কারণ উদঘাটিত হবে।

রাজনৈতিক নেতাদের উদ্বেগ
নির্বাচন ঘিরে শঙ্কার কথা প্রকাশ করে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, সার্বিক পরিস্থিতির যেভাবে অবনতি হয়েছে এখন বুঝা যায় দেশে কোনো আইন নাই। আমি খুন করছি না বলেই আপনি বেঁচে আছেন—এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন এখন কাজই করছে না। সব মিলিয়ে আগামী নির্বাচনকে ঘিরেও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আবদুল হান্নান জানান, পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চলছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীকে আরও সচেষ্ট হতে হবে। নির্বাচনী প্রচারণা নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেন তিনি।

ফেনীতে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবি পার্টির ফেনী জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক হাবিব মিয়াজী জানান, নির্বাচনী প্রচারণা নিয়ে আমরা শঙ্কায় রয়েছি। ফেনীতে একের পর এক লাশ উদ্ধার, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে উদ্বেগ বিরাজ করছে। এছাড়া ৫ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় অস্ত্রধারী নবী মেম্বারসহ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার করা যায়নি।