ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক, বিভিন্ন প্রকার ওষুধ ও সিএনজি অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ, ইয়াবা ট্যাবলেট, কৌটা মাদক, বিভিন্ন প্রকার ওষধ ও এসব মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ মাদক ও সিএনজি অটোরিকশার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৪০ হাজার ৭৩৫ টাকা। জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য মালামাল কাস্টমস বিভাগে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ৪ বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।
