ফেনী জেলায় ডেঙ্গু রোগী শনাক্তে সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ৪০৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই শনাক্ত হয়েছেন ২০৩ জন, যা বছরের আগের নয় মাসের তুলনায় দ্বিগুণ।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) একদিনেই নতুন করে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন। উপজেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ওইদিন ফেনী সদর উপজেলায় দুইজন, দাগনভূঞা উপজেলায় সাতজন এবং ছাগলনাইয়া উপজেলায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হন।

বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার সাতজন, দাগনভূঞার চারজন এবং ছাগলনাইয়ার একজন রোগী। মাসভিত্তিক শনাক্ত রোগীর সংখ্যা জুলাই মাসে ২৫ জন, আগস্ট মাসে ৪৯ জন ও সেপ্টেম্বর মাসে ১২১ জন। এদিকে সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ডেঙ্গুর প্রকোপ আস্তে আস্তে বাড়ছে। উপজেলাভিত্তিক মোট শনাক্ত—দাগনভূঞায় ২০০জন, ফেনী সদরে ১৪৯ জন, ছাগলনাইয়ায় ২৪ জন, সোনাগাজী ১৬ জন, পরশুরামে ১৩ জন ও ফুলগাজীতে ২ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু শনাক্তকরণ ও পরীক্ষার জন্য জেলায় ৩,১৬০টি কিট মজুত রয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, মঙ্গলবার একদিনে জেলায় ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি মাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০৩ জনে পৌঁছেছে। ডেঙ্গু বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।