ফেনীতে এডিস মশাবাহিত ডেঙ্গু শনাক্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৯৫। গতকাল বুধবার (২৯ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন শনাক্তকৃত রোগীদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৪ জন, দাগনভূঞায় ৫ জন ও পরশুরাম উপজেলায় ৩ জন রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার ৯ জন, দাগনভূঞার ১৮ জন, সোনাগাজীর ১ জন, ছাগলনাইয়ার ২ জন ও পরশুরাম উপজেলার ৩ জন রোগী। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ২০১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। তারপর থেকে বেড়ে জুলাই মাসে ২৫ জন, আগস্টে ৪৯ জন ও সেপ্টেম্বরে ১২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।
সূত্র জানায়, বর্তমানে ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এখন পর্যন্ত দাগনভূঞায় ২৪১ জন, ফেনী সদরে ১৮৪ জন, সোনাগাজীতে ১৯ জন, ছাগলনাইয়ায় ৩১ জন, পরশুরামে ১৮ জন ও ফুলগাজীতে ২ জন শনাক্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, চলতি মাসে ডেঙ্গু শনাক্তের সংখ্যা ২৯৪ জনে পৌঁছেছে। ডেঙ্গু বিস্তাররোধে সকলকে সতর্ক থাকতে হবে। আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বর্তমানে জেলায় ডেঙ্গু শনাক্তকরণ ও পরীক্ষার জন্য ৪ হাজার ১৭২টি কিট মজুদ রয়েছে।
