ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছরে ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৫ জন, দাগনভূঞায় ১০ জন ও ছাগলনাইয়া উপজেলার ১ জন রয়েছে। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার ১৪ জন, দাগনভূঞার ১৩ জন, ছাগলনাইয়ায় ২ জন রোগী। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০১ জন। সর্বশেষ অক্টোবর মাসেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৯৭ জনের।
এখন পর্যন্ত দাগনভূঞায় ২৭২ জন, ফেনী সদরে ১৯৯ জন, সোনাগাজীতে ১৯ জন, ছাগলনাইয়ায় ৩৫ জন, পরশুরামে ১৮ জন ও ফুলগাজীতে ২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ডেঙ্গু বিস্তাররোধে সকলকে সতর্ক থাকতে হবে। আশপাশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু শনাক্তকরণ ও পরীক্ষার জন্য বর্তমানে জেলায় ৩ হাজার ৯১১টি কিট মজুদ রয়েছে।