শীতের প্রকোপে ফেনীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। স্বাস্থ্য বিভাগ হতে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ফেনীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭ জনে। এর মধ্যে সর্বাধিক ৩৭৭ জন শনাক্ত হয়েছে দাগনভূঞা থেকে।

গতকাল রোববার (১৪ ডিসেম্বর) একদিনেই নতুন করে ৮ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ১ জন, দাগনভূঞা উপজেলায় ৬ জন ও সোনাগাজী উপজেলায় ১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার ৩ জন, দাগনভূঞার ৩ জন ও সোনাগাজীর ১ জন। চলতি ডিসেম্বর মাসে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ৪৪ জন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০১ জন। মাসভিত্তিক শনাক্ত রোগীর সংখ্যা জুলাই মাসে ২৫ জন, আগস্ট মাসে ৪৯ জন ও সেপ্টেম্বর মাসে ১২১ জন। অক্টোবরে মাসেই শনাক্ত হয়েছেন ২৯৭ জন। এছাড়া নভেম্বরে শনাক্ত করা হয়েছে ২৫৫ জন।

উপজেলা ভিত্তিক মোট শনাক্তকৃত রোগীদের মধ্যে দাগনভূঞায় ৩৭৭ জন, ফেনী সদরে ৩০৭ জন, সোনাগাজী ৩৫ জন, ছাগলনাইয়া ৪৯ জন, পরশুরাম ২২ জন ও ফুলগাজীতে ৭ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু শনাক্তকরণ ও পরীক্ষার জন্য বর্তমানে জেলায় ২ হাজার ৪৬১টি কিট মজুত রয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, গতকাল একদিনেই জেলায় ৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে ফেনীতে মোট ৭৯৭ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।