শীতের প্রকোপে ফেনীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮শ’ ছাড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ হতে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ফেনীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে সর্বাধিক ৩৮৩ জন শনাক্ত হয়েছে দাগনভূঞা থেকে।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) একদিনেই নতুন করে ফেনী সদরে ৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।
বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সদর উপজেলার ২ জন, দাগনভূঞার ৪ জন ও ছাগলনাইয়ার ১ জন। চলতি ডিসেম্বর মাসে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ৫৭ জন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০১ জন। মাসভিত্তিক শনাক্ত রোগীর সংখ্যা জুলাই মাসে ২৫ জন, আগস্ট মাসে ৪৯ জন ও সেপ্টেম্বর মাসে ১২১ জন। অক্টোবরে মাসেই শনাক্ত হয়েছেন ২৯৭ জন। এছাড়া নভেম্বরে শনাক্ত করা হয়েছে ২৫৫ জন।
উপজেলাভিত্তিক মোট শনাক্তকৃত রোগীদের মধ্যে দাগনভূঞায় ৩৮৩ জন, ফেনী সদরে ৩১৪ জন, সোনাগাজী ৩৫ জন, ছাগলনাইয়া ৪৯ জন, পরশুরাম ২২ জন ও ফুলগাজীতে ৭ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গু শনাক্তকরণ ও পরীক্ষার জন্য বর্তমানে জেলায় ২ হাজার ২৭২টি কিট মজুত রয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, গতকাল একদিনেই জেলায় ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে ফেনীতে মোট ৮১০ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
