ফেনী ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগ আয়োজিত দুইদিন ব্যাপী ইনডোর টুর্নামেন্টে শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উক্ত টুর্নামেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
স্পোর্টস ক্লাব সূত্রে জানা গেছে, দুইদিনব্যাপী এ টুর্নামেন্টে টেবিল টেনিস, ক্যারাম, দাবাসহ বিভিন্ন ইনডোর খেলার আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট ১০ জন খেলোয়াড়কে চ্যাম্পিয়ন ও রানার-আপ হিসেবে ঘোষণা করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেম ট্রেজারার (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন, রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, পরীক্ষা নিয়ন্ত্রণক মোহাম্মদ হারুন আল রশীদ, কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ মাহবুব-উল-আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী মনিরুল আলম, স্পোর্টস ক্লাবের মডারেটর আলী আকবর সিয়াম, স্পোর্টস ক্লাবের সভাপতি মাফুজ ইসলাম সিফাত, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম চৌধুরী সায়েম, ক্লাবের অন্যান্য সদস্য ও টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা।
এসময় অতিথিরা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীর মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেনী ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে উৎসাহ দিয়ে আসছে। স্পোর্টস ক্লাবের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ও ইতিবাচক মনোভাব সঞ্চার করবে বলে আমি বিশ্বাস করি। ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
