ফেনী জেলা কারাগার পরিদর্শন করেছে ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের ৩০ তম ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার (২৬ নভেম্বর) সকালে আইন বিভাগের প্রভাষক কাজী তাসনিম জাহানের ক্রিমিনোলজি কোর্সের আওতায় পাঠ্যসূচিভুক্ত বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়। এতে বিভাগের ৩০ তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে ফেনী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুল জলিল কারাগার ব্যবস্থাপনা, বন্দিদের পুনর্বাসন প্রক্রিয়া, কারাগারের দৈনন্দিন কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ফৌজদারি বিচার ব্যবস্থায় কারাগারের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।
আইন বিভাগের প্রভাষক কাজী তাসনিম জাহান বলেন, আমাদের শিক্ষার্থীরা যেন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থাকে, বরং বিচার ব্যবস্থার বাস্তব পরিস্থিতি কাছ থেকে দেখতে পারে সে লক্ষ্যেই এই শিক্ষা সফরের আয়োজন। কারাগার পরিদর্শনের মাধ্যমে অপরাধবিজ্ঞান, দণ্ডপ্রয়োগ, বন্দিদের অধিকার এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছে।
