ছাগলনাইয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড দক্ষিণ সতর তুলাতলী বাজারের প্রধান সড়কের মাঝে পল্লী বিদ্যুতের তিনটি খুঁটি রেখে সড়ক প্রশস্তকরণ করা হয়েছে। খুঁটিগুলো না সরিয়ে সড়ক প্রশস্ত করায় প্রতিনিয়ত যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। এ সড়কে যানবাহন চলাচলের সময় একাধিক বার বিদ্যুতের খুঁটির সাথে সংঘর্ষের ঘটনায় আহতের কথা জানিয়েছেন স্থানীয়রা। সড়কের মাঝে খুঁটিগুলো দ্রুত অপসারণ করা না হলে যেকোন সময় দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের সম্ভাবনা রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী।

স্থানীয় আতিক চৌধুরী জানান, এক সময় যখন তুলাতলী বাজারের সড়কটি সরু ছিল, তখন বিদ্যুতের খুঁটিগুলো সড়কের বাইরে স্থাপন করা হয়। কালের বিবর্তনে স্থানীয় জনসংখ্যা বৃদ্ধির ফলে যানচলাচলও বৃদ্ধি পায়। ফলে তুলাতলী বাজারের সরু সড়কটি প্রশস্তকরণ জরুরি হয়ে পড়লে সড়কটি প্রশস্ত করা হলেও সড়কের পাশে অবস্থিত বিদ্যুতের খুঁটিগুলো সরানো হয়নি।

স্থানীয় সাইফুল ইসলাম জানান, তুলাতলী বাজার সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় হাজারো মানুষ উপজেলা ও জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, হাসপাতাল, ব্যাংক, বীমাসহ নিত্য প্রয়োজনীয় যাবতীয় কার্যাদি সম্পাদন করে। তুলাতলী বাজারে রয়েছে দক্ষিণ সতর ফোরকানিয়া নুরানি মাদ্রাসা ও পাশে অবস্থিত দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়। তুলাতলী বাজারে সড়কের মাঝে খুঁটি রেখে সড়ক প্রশস্ত করার পর থেকে সড়কে চলাচলে ঝুঁকি দেখা দেয়। বর্তমানে সড়কে যানবাহন বৃদ্ধি পাওয়ায় খুঁটিগুলো অপসারণ না করায় সড়কটি ঝুঁকিপূর্ণ সড়কে রূপ নিয়েছে। তুলাতলী বাজারের প্রধান সড়কের উপর অবস্থিত বিদ্যুতের খুঁটিগুলো দ্রুত অপসারণের দাবি জানান স্থানীয়রা।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া উপজেলা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মোস্তফা কামাল জানান, সড়ক প্রশস্ত করার সময় বিদ্যুতের খুঁটি সরানোর বিষয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে সমস্যার সমাধান করা যেত। তিনি জানান, এই খুঁটিগুলোর বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি।

তবে, এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।