ছাগলনাইয়ায় এক রাতে দুই ভাইয়ের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (১৬ নভেম্বর) মধ্যরাতে উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর হাজী কালামিয়া মজুমদার বাড়িতে ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় দেলোয়ার হোসেনের (৬০) চার লাখ টাকা মূল্যের চারটি গরু এবং তার সহোদর রবিউল হোসেনের (৫৮) এক লাখ টাকা মূল্যের একটি গরু চুরি হয়।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, রাত ৩টার দিকে গরুর ডাক শুনে আমরা জেগে দেখতে পাই, বাড়ীর সামনের রাস্তা দিয়ে একটি পিক-আপ ভ্যান দ্রুত গতিতে চলে যাচ্ছে। পরে দেখি আমার দুইটি গাভী ও দুইটি বড় বাছুর এবং আমার ভাইয়ের একটি বড় বাছুর গোয়ালে নাই। রবিউল হোসেন জানান, চোর চক্র আমার গোয়াল ঘর থেকে দুইটি গরু বের করে একটি গাড়ীতে উঠানোর পর আমরা চোরের আগমন টের পাওয়াতে আমার একটি ও আমার ভাইয়ের চারটিসহ মোট পাঁচটি গরু নিয়ে যায়।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার জানান, গরু চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
