ছাগলনাইয়ায় অপরাধ নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন মিয়া। গত ৭ ডিসেম্বর ছাগলনাইয়া থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। যোগদানের পর দৈনিক ফেনীর সাথে আলাপকালে ওসি শাহীন মিয়া বলেন, আমি সবার জন্য ওসি। কোন দল বা ব্যক্তি বিশেষের জন্য নই। স্বচ্ছতা ও ন্যায় সঙ্গত কাজে আমি তৎপর ভূমিকা পালন করবো। মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে ওসি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয় সমাজ ও দেশকে বিপথগামী করে। সকল শ্রেণীর লোকজনকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো। এছাড়াও সকল প্রকার অপরাধ নিবারণে আইনগতভাবে যা কিছু করার প্রয়োজন তা করবো।

ওসি জানান, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জনসাধারণের সাথে নিয়ে পাড়া মহল্লায় সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হবে। তিনি জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একক প্রচেষ্টায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়। এক্ষেত্রে প্রয়োজন সকলের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান মোঃ শাহীন মিয়া এর আগে কোম্পানীগঞ্জের কবিরহাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।