৩৩তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরীতে অংশ নিতে ফিলিপাইন পৌঁছেছে ফেনীর সন্তান চৌধুরী আলীয়ান ওয়াপি। আজ রোববার (১৪ ডিসেম্বর) থেকে আগামী ২১ ডিসেম্বর ফিলিপাইনের বোটালানায় উক্ত স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হবে। আগামী ২৪ ডিসেম্বর সে দেশে ফিরার কথা রয়েছে। চৌধুরী আলীয়ান ওয়াপি ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামের সুনামধন্য আইনজীবী, শুভপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি, নবাব শমসের গাজী হাফেজিয়া মাদ্রাসার সেক্রেটারি ও প্রধান পৃষ্ঠপোষক এবং মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট আশ্রাফুল আলম চৌধুরী হায়দারের ছেলে ও মফিজ আহমদ চৌধুরীর নাতী। চৌধুরী আলীয়ান ওয়াফি ১১ ডিসেম্বর এতে অংশ নিতে ফিলিপাইন পৌঁছেছে। চৌধুরী আলীয়ান ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুলের নবম শ্রেণির ছাত্র। উল্লেখ্য, আলীয়ান স্বাধীন ত্রিপুরার একমাত্র মুসলিম শাসক নবাব শমসের গাজীর অষ্টম বংশধর।
