ছাগলনাইয়ায় মাহমুদা খাতুন নামক এক কলেজ শিক্ষিকার ভাড়া বাসায় চুরি হয়েছে। গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ছাগলনাইয়া কলেজ রোড়স্থ জেকে এপার্টমেন্টের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহমুদা খাতুন ছাগলনাইয়া সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক। মাহমুদা খাতুন জানান, আমি সকাল ১০ টার পর বাসা থেকে বের হয়ে কলেজে যাই। বিকেলে বাসায় এসে দেখি বাসার দরজা খোলা এবং বাসার আলমিরায় থাকায় আমার একটি স্বর্ণের চেইন, পাঁচটি রিং, একটি ডায়মন্ডের লকেট, এক জোড়া কানের দুল ও নগদ ১৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। যার আনুমানিক মুল্য তিন লাখ টাকা। পরবর্তীতে বিল্ডিংয়ে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখতে পাই অজ্ঞাত এক যুবক আমার বাসায় প্রবেশ করে এবং বের হয়। এসময় তার হাতে একটি ব্যাগ দেখা গেছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করার নিচ্ছেন বলেও জানান।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।