ছাগলনাইয়ার রাধানগরে উদ্বোধনের আগেই নবনির্মিত ব্রীজের ইউনিং ওয়ালে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের তৈরি হয়েছে। জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের পানুয়াঘাট থেকে তামিরী মিলাত মাদ্রাসা পর্যন্ত সড়ক প্রশস্তকরণে বরাদ্দ প্রদান করে এলজিইডি। এ প্রকল্পের আওতায় ২২ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে আব্দুর রউফ মাস্টার সড়কের উপর একটি ব্রীজ নির্মাণ করা হয়। দীর্ঘ তিন মাস পর ব্রীজটির নির্মাণ কাজ চলমান থাকায় স্থানীয় চার গ্রামের সর্বস্তরের মানুষ চলাচলে সাময়িক দুর্ভোগ পোহালেও ব্রীজ নির্মাণ কাজ সমাপ্ত হওয়ায় তাদের মাঝে স্বস্তির দেখা দেয়। স্থানীয়রা অপেক্ষা করছিলেন ব্রীজটির উদ্বোধনের। এমন সময় সেতুতে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ঠিকাদার জাফর চৌধুরী জানান, ব্রীজের দুই পাশে মাটি স্থাপন করায় মাটির চাপে ইউনিং ওয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ করায় ব্রীজটি চালু হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ ইব্রাহীম জানান, কাশিপুর সংলগ্ন শওকত আলী খালের উপর স্থাপিত নিচিন্তা ব্রীজটি ব্যবহার করে নিচিন্তা, বেতাগা, লক্ষ্মীপুর ও কুহুমা গ্রামের হাজারো মানুষ প্রতিদিন চলাফেরা করে থাকে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের মাধ্যম এই ব্রীজ। ব্রীজ নির্মাণে নিয়ম অনুযায়ী রড ও সিমেন্টের ব্যবহার নামমাত্র করাতে ব্রীজটি উদ্বোধনের আগেই চলাচলের অযোগ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।

নাজিম উদ্দিন জানান, ব্রীজের মাঝখানে পিলারগুলো সরু আকারে নির্মাণ করায় এটি উদ্বোধনের আগেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। দ্রুত নতুন করে ব্রীজটি নির্মানের দাবি জানান তিনি।

অন্যদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার (৪ জানুয়ারি) মানববন্ধন করেছে স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত ব্রীজটি নতুন করে স্থাপন করতে হবে।

এ ব্যাপারে ঠিকাদার জাফর চৌধুরী জানান, এ ব্যাপারে আমরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন জানান, ব্রীজের দুইটি স্থানে ফাটল দেখা দেয়ায় বিষয়টি অবগত হয়ে আমরা ঠিকাদারের সাথে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছি।