ছাগলনাইয়ায় কভারবিহীন পল্লী বিদ্যুতের এগারো হাজার ভোল্টের তারের নিচ দিয়ে চলাচলে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে স্থানীয়রা। ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া তহসিলদার সড়কের কোল ঘেষা বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আইডিয়াল একাডেমি স্কুল। এ দুইটি বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীর প্রবেশ পথে সড়কের উপর পল্লী বিদ্যুতের এগারো হাজার ভোল্টের তারের মাধ্যমে ঐ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এছাড়াও বিদ্যালয়গুলোর পাশে অবস্থিত হানিফ মিয়াজী জামে মসজিদের মুসল্লী ও আশপাশের এলাকাবাসী এ বিপজ্জনক তারের নিচ দিয়ে চলাচল করছে। বিদ্যালয়ের পাশে সড়কের উপর এগারো হাজার ভোল্টের তারে কভার না থাকায় যে কোন প্রাকৃতিক দুর্যোগে তার গুলো ছিঁড়ে পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, মসজিদের মুসল্লী কিংবা পথচারীদের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইলিয়াছ জানান, বিদ্যালয়ের পাশের সড়কের উপর কভারবিহীন বিদ্যুতের তার থাকায় আমরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিদ্যুতের মেইন লাইনে কভার না থাকায় ঝোড়ো হওয়া কিংবা ঘূর্ণিঝড়ে এ তারগুলো ছিঁড়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কিংবা পথচারী দুর্ঘটনার কবলে পড়ার শঙ্কা রয়েছে। বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এগারো হাজার ভোল্টের তার গুলো কভার করার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নিকট দাবি জানান তিনি।
স্থানীয় গিয়াস উদ্দিন পাটোয়ারী ও মোঃ সাখাওয়াত হোসেন জানান, তিন গ্রামের মানুষ যে সড়ক ব্যবহার করে সেই সড়কের উপর কভারবিহীন বিদ্যুতের তার থাকায় হুমকি চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বিদ্যালয়ের পাশে সড়কের উপর কভারবিহীন তার গুলোতে কভার করা হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে আসা-যাওয়া করতে পারবে বলে জানান তারা।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ মোস্তফা কামাল জানান, এগারো হাজার ভোল্টের তারে কভার স্থাপন করা হলে বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকরা ভোল্টেজ কম পাবে। তবে বিষয়টি সরজমিন পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
