ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড় নিবন্ধনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দাগনভূঞা উপজেলা দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে ফেনী সদর, ফুলগাজী ও সোনাগাজীর পর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ছাগলনাইয়া উপজেলা ফুটবল দল। আগামী ২৩ অক্টোবর সেমিফাইনালে সদর উপজেলার মুখোমুখি হবে তারা।

জানা গেছে, গত ১৭ অক্টোবর ফেনী ভাষা শহিদ সালাম স্টেডিয়ামে ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার মধ্যকার ম্যাচে দুই দলই গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট করে অর্জন করে। তবে ম্যাচ শেষে দাগনভূঞা দলের বিরুদ্ধে বহিরাগত খেলোয়াড় খেলানোর অভিযোগ এনে টুর্নামেন্ট পরিচালনা কমিটির কাছে লিখিত অভিযোগ করেন ছাগলনাইয়া দলের টিম ম্যানেজার কফিল উদ্দিন সরকার। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, দাগনভূঞা দলের হয়ে ফখরুল ইসলাম (জার্সি নং-০২) খেলেছেন, যিনি বর্তমানে চট্টগ্রাম জেলা দলের নিয়মিত খেলোয়াড়। এছাড়া বহিরাগত খেলোয়াড় হিসেবে জিয়া উদ্দিন হায়দার (নং-১১), রাকিব হোসেন (নং-২০) ও ইয়াছিন পিয়াস (নং-১০) অংশ নিয়েছেন, যা টুর্নামেন্টের নিয়মবিরোধী।

অভিযোগটি আমলে নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় যাচাই-বাছাই উপকমিটি তদন্ত করে। তদন্তে দাগনভূঞা দলের খেলোয়াড় ফখরুল ইসলামের ঠিকানা চট্টগ্রাম জেলা হিসেবে পাওয়া যায় এবং তার জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ অন্য ব্যক্তির নামে পাওয়া যায়। এছাড়া একই ম্যাচে তিনজনের বেশি বহিরাগত খেলোয়াড় অংশগ্রহণের প্রমাণও মেলে।

উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানার স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দাগনভূঞা দল খেলোয়াড় নিবন্ধন ও মাঠে অংশগ্রহণের নিয়ম ভঙ্গ করেছে, পাশাপাশি খেলোয়াড়দের ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়েছে এবং টুর্নামেন্টের বাইলজ ভঙ্গ করে তিনজনের বেশি বহিরাগত খেলোয়াড় খেলানো হয়েছে। যা টুর্নামেন্টের বিধি অনুযায়ী অপরাধ এবং তা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা বলেন, আয়োজক কর্তৃপক্ষের তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় দাগনভূঞা উপজেলা দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে ছাগলনাইয়া উপজেলা দল সেমিফাইনালে উন্নীত হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, গ্রুপ পর্বের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক ছাগলনাইয়া উপজেলা দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। আগামীকাল (২২ অক্টোবর) ফুলগাজী উপজেলা ও সোনাগাজীর মধ্যকার প্রথম সেমিফাইনাল ও ২য় সেমিফাইনালে সদর উপজেলার মুখোমুখি হবে ছাগলনাইয়া উপজেলা ফুটবল দল।