উৎসবমুখর পরিবেশে ও সকল উপজেলার অংশগ্রহণে শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে জেলা প্রশাসন। সেমিফাইনাল ম্যাচে ফেনী সদর ও সোনাগাজী উপজেলার মধ্যকার মারামারি, ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট পরিচালনা কমিটি। তবে নতুন জেলা প্রশাসক যোগদানের পর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সভায় সেমিফাইনাল ম্যাচের হামলা-ভাঙচুরের ঘটনায় বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করার লক্ষ্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. এফরান উদ্দিনকে। কমিটির অন্য সদস্যরা হলেন-ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য জয়নাল আবেদিন ও ম্যাচ কমিশনার গিয়াস উদ্দিন হেলাল। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে, বুধবার (২২ অক্টোবর) ফুলগাজী ও সোনাগাজীর মধ্যকার ম্যাচে মাঠে প্রবেশকে কেন্দ্র করে ফেনী সদর উপজেলা দলের সঙ্গে সোনাগাজী উপজেলা দলের কয়েকজন খেলোয়াড় ও দর্শকদের মারামারির ঘটনা ঘটে। এতে সোনাগাজী দলের অন্তত ৫-৬ জন দর্শক আহত হয় এবং দর্শকদের বহনকারী সাতটি বাস ভাঙচুর করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন জানান, নতুন জেলা প্রশাসক যোগদান করার পর টুর্নামেন্ট পুনরায় শুরু হবে। এর আগে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেবেন। সেই অনুযায়ী পরবর্তী দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। টুর্নামেন্ট কমিটি বাকি খেলাগুলো আয়োজনে আন্তরিক, তবে সকলের সহযোগিতা প্রয়োজন।