ফেনীতে আরবান ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ফেনী শহরের হাজারী রোডস্থ আইকন স্পোর্টস পার্কে এ আয়োজন করা হয়
ক্লাবের সংগঠক জুবায়ের আল মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, ফেনী জেলা বাফুফের কোচ দিপক নাথ, ১২ নম্বর ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর পদপ্রার্থী গোলাম সরোয়ার সোহাগ, এবি পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, এনসিপি ফেনী জেলা সংগঠক আবদুল্লাহ আল জুবায়ের জেলা ক্রীড়া সংস্থার সদস্য সুজা উদ্দিন সজিব, আবদুল কাইয়ুম সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠক সলাহ উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবদুল্লাহ আল আবিদ, আবদুল্লাহ আল মামুন, শাকিল খান, জুনায়েদ হক শুভসহ অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
