উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ফেনী গার্লস ক্যাডেট কলেজের ১৮তম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।  বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ক্যাডেট কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস’র উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্ বুব-উল আলম বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। এসময় ক্যাডেটদের প্রদর্শিত ক্রীড়া নৈপুণ্য ও সার্বিক অনুষ্ঠান উপভোগ করে সন্তোষ প্রকাশ ও বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খাদিজা হাউস চ্যাম্পিয়ন ও ফাতেমা হাউস রানার্স আপ হয়। এছাড়া বছরব্যাপী অনুষ্ঠিত সকল শিক্ষা, সহশিক্ষা এবং ক্রীড়া প্রতিযোগিতাসমূহের উপর ভিত্তি করে সার্বিক চ্যাম্পিয়ন হয় ফাতেমা হাউজ এবং রানার্স আপ হয় আয়েশা হাউজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলমের সহধর্মীনি তামান্না আফরোজ। সভাপতিত্ব করেন গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ এ্যাডজুটেন্ট লেঃ কমান্ডার ফারজানা সরকার তান্না, (ই), বিএন ক্রীড়াবিদ ক্যাডেটদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত করেন ক্যাডেট আয়েশা।

ক্যাডেট কলেজ সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর ৪ দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসকে বিভিন্ন রংয়ের ব্যানার ফেস্টুন ও আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়। প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে ১৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তার মধ্যে ৪১ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে ফেনী জেলা জজ আদালতের জিপিপি অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন খাঁন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফি উল্যাহ, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোহাম্মদ নুরুল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের সামরিক-অসামরিক কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।