তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফেনীতে শুরু হয়েছে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় জয় পেয়েছে ফেনী সরকারি কলেজ ও ফুলগাজী সরকারি কলেজ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মনিরা হক। এসময় তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং খেলোয়াড়দের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

জেলা ক্রীড়া অফিস সূত্র জানায়, টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ফেনী ন্যাশনাল কলেজকে ৪-৩ গোলে হারিয়ে জয় লাভ করে ফুলগাজী সরকারি কলেজ। দিনের অন্য খেলায় ছাগলনাইয়া সরকারি কলেজকে ৪-২ গোলে হারিয়ে জয় পেয়েছে ফেনী সরকারি কলেজ। দুই দল প্রথম রাউন্ডে জয়ের পর কোয়ার্টার ফাইনালে ফুলগাজী সরকারি কলেজ চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজের বিপক্ষে এবং ফেনী সরকারি কলেজ আলহাজ্ব আব্দুল হক ডিগ্রি কলেজের বিপক্ষে খেলবে।

সূত্র আরও জানায়, টুর্নামেন্ট মোট ১২টি কলেজ অংশ নিচ্ছে। এরমধ্যে রয়েছে ফেনী সরকারি কলেজ, ছাগলনাইয়া সরকারি কলেজ, জয়নাল হাজারী কলেজ, ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ, চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ, আলহাজ্ব আব্দুল হক ডিগ্রি কলেজ, মৌলভী সামছুল করিম কলেজ, সোনাগাজী সরকারি কলেজ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ, ফুলগাজী সরকারি কলেজ ও ফেনী ন্যাশনাল কলেজ। কোয়ার্টার ফাইনালে ৮ দলের মোকাবেলার পর ৪ দল সেমিফাইনালে উঠবে এবং আগামী ৩০ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।

এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ কায়সার সাব্বির, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জয়নাল আবেদিন, শাহ ওয়ালী উল্লাহ মানিক, কপিল মাহমুদ রিয়াজ ও শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।